Home » অন্যান্য » কতকগুলি প্রতারণার হাত থেকে বাঁচুন

কতকগুলি প্রতারণার হাত থেকে বাঁচুন

কিভাবে প্রতারিত হন সাধারণ মানুষ

mobileফোনের মাধ্যমে জালিয়াতি করে টাকা পয়সা লুট করার মত নতুন নতুন পথ এখন বেশ চোখে পড়ে। ফোন করে এটা করুন ওটা করুন ইত্যাদি ইত্যাদি বলে বহু মানুষ আজ চিটের শিকার হচ্ছেন দিনের পর দিন। যে যে কারনে ফোন করলে তা কখনোই করবেন না—

 

১) হঠাৎ করে আপনার মোবাইলে ফোন এল- স্যার আমি অমুক ব্যাঙ্কের ম্যানেজার বলছি – আপনার যে এটিএম কার্ডটি আছে ওটি নষ্ট হয়ে গেছে। এটিকে পরিবর্তন করতে হবে। আর পরিবর্তন করার জন্য আপনার এটিএম কার্ডের নাম্বারটি,  ভ্যালিডিটি ডেটটি এবং পিছনে ৩ ডিজিটের একটি কোড (সিভিভি কোড)আছে ওগুলি বলুন।

 

কিন্তু আপনি যদি এগুলি বলে দেন তাহলে পরক্ষনেই দেখবেন আপনার ব্যাঙ্ক একাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যাবে।

 

২) অনেকের মোবাইলে এমনও ফোন আসে- এয়ারটেল/ ভোডাফোন অফিস থেকে বলছি। আপনাকে আজ একটা দারুন অফার দেওয়া হচ্ছে, সেটিকে পাওয়ার জন্য আপনি আপনার নিকটবর্তী রিটেলারের কাছে যান এবং এই নাম্বারে এত টাকা রিচার্জ বা এয়ারটেল মানি/ ভোডাফোন এমপয়সা লোড করুন। ১ ঘন্টার মধ্যে আপনি আপনার অফার পেয়ে যাবেন।

 

৩) দোকানদারদের ক্ষেত্রেও বহুক্ষেত্রে এই ভাবে  চিট করার কথা শোনা যায়।

 

সুতরাং এইগুলি থেকে সাবধান থাকুন এবং অন্যকে সজাগ করুন।

Comments