Home » জেলার খবর » রামপুরহাটের সুমন্ত বাংলা দলে, গর্ব জেলার

রামপুরহাটের সুমন্ত বাংলা দলে, গর্ব জেলার

৮-১৬ ই জানুয়ারি রাঁচিতে চলা সৈয়দ মুস্তাক আলি ট্রফি ক্রিকেট লিগে মনোজ তিওয়ারি, সুদীপ্ত চট্টোপাধ্যায়ের সাথে কাঁধে কাঁধে মিলিয়ে খেলছেন বীরভূমের রামপুরহাটের বিট্টু। অশোক দিন্দার ফাস্ট বোলিংয়ের সাথে বিট্টুর লেগ স্পিনের জাদুতে একের পর এক উইকেট। আট বছর বয়স থেকে খেলা শুরু রামপুরহাটের গান্ধী স্টেডিয়ামে। ছোটবেলায় ক্রিকেট ও ফুটবল দুটিই খেলতো। কিন্তু বাবা অনিল গুপ্ত ছেলের ক্রিকেটের প্রতি বেশি ঝোঁক দেখে তাকে ব্যাট ধরা এবং বোলিংয়ের প্রশিক্ষণ দিতে শুরু করেন। ২০০২ সালে লেগ স্পিনার হিসাবে বাংলা আন্ডার ১৪, পরে অলরাউন্ডার হিসেবে আন্ডার ১৬ ও আন্ডার ১৮ এ খেলায় সুযোগ পেয়েছিল। এছাড়াও ওয়াইএমসিএ, ইস্টার্ন রেল, ইস্টবেঙ্গল, কালীঘাট ইত্যাদি বহু নামিদামি কলকাতার ক্লাবগুলোতে খেলেছে বিট্টু বা সুমন্ত। আর তারই ফল হিসেবে এখন সে বাংলা সিনিয়র দলে সুযোগ পায়। নিজের সাফল্যের সাথে সাথে জেলার নামও উজ্জ্বল করে এখন সে বাংলা সিনিয়র দলের ১৬ জনের মধ্যে একজন।
ছবি ও তথ্য পাঠিয়ে সহায়তা করেছেন বিষ্ণু

-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]

Comments