Home » জেলার খবর » ডাইরিয়াতে আক্রান্ত গ্রামবাসীরা

ডাইরিয়াতে আক্রান্ত গ্রামবাসীরা

ডাইরিয়াতে আক্রান্ত হলেন গ্রামবাসীরা। পরিস্থিতি খতিয়ে দেখতে গ্রামে স্বাস্থ্য দফতর। ঘটনাটি ঘটেছে বীরভূমের মহম্মদ বাজার ব্লকের ডেউচা গ্রাম পঞ্চায়েতের গামিরা গ্রামে। স্বাস্থ্য দফতরের কর্মীরা গ্রামে ব্লিচিং ছড়ানোর পাশাপাশি আক্রান্ত পরিবারের হাতে প্রয়োজনীয় ওষুধ দিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রায় দিন পাঁচেক ধরে গামিরা গ্রামে ডাইরিয়া শুরু হয়। বুধবার পর্যন্ত ১৫ টি পরিবারের ৫০ জন আক্রান্ত হয়েছেন। ৭ জন প্যাটেল নগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন এবং ৩ জন সিউড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন। এদিন ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিক ময়ুখ সাহার নেতৃত্বে ৭ সদ্যের একটি দল ওই গ্রামে যান। গ্রামে থাকা আক্রান্ত পরিবারের হাতে হ্যালোজেন ট্যাবলেট, ওআরএস সহ প্রয়োজনীয় ওষুধ তুলে দেন। জানা গিয়েছে ওই গ্রামের একটি পুকুরের জল থেকে জীবানু ছড়িয়েছে। ওই পুকুরের পাড়ে থাকা ৩ টি নলকূপের জল পান করে এই সংক্রামণ হয়েছে। ময়ুখ সাহা বলেন, এলাকার পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রনে। আমরা গ্রামে গিয়ে ডাইরিয়া নিয়ে সচেতনতা করেছি ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে।
ভিডিও পাপাই বাগদি ও তথ্যঃ কৌশিক সালুই

[uam_ad id=”3726″]

Comments