Home » জেলার খবর » ডাম্পারের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর

ডাম্পারের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর

ডাম্পারের চাকায় পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক সাইকেল আরোহীর।ঘটনাটি ঘটেছে বীরভূমের মাড়গ্রাম থানার বসোয়া লেট পাড়ায়।ঘটনায় মৃত ব্যাক্তির নাম জিকির শেখ (২১)।
বাড়ি মাড়গ্রাম,বসোয়ায় শ্বশুর বাড়িতে থাকত।দুপুরে সাইকেলে করে বাড়ি ফিরছিল, সে সময় পিছন থেকে আসা একটি ডাম্পার ধাক্কা মারে।ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ব্যাক্তির।
মৃত দেহ উদ্ধার করতে গেলে পুলিশকে লক্ষ করে ইট পাটকেল ছোঁড়ে বিক্ষিপ্ত জনতা।অভিযোগ পুলিশের তোলা আদায়ের জন্যই এই দুর্ঘটনা।
পরে রামপুরহাট থেকে আরো পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।দেহ তুলে ময়না তদন্তের জন্য রামপুরহাট হাসপাতলে পাঠানো হয়েছে।
ভিডিও ও তথ্যঃ ভিক্টর

-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]

Comments