Home » জেলার খবর » ঝুঁকির যাত্রা

ঝুঁকির যাত্রা


দুবরাজপুর : বীরভূমের বহুপ্রান্তেই এমন দৃশ্য চোখে পড়ার মত। ভাঙ্গা সেতু , জীবনের ঝুঁকি নিয়ে যান চলাচল।
দুবরাজপুর বক্রেশ্বর রাস্তায় এমনই এক সেতু রয়েছে গুন্ডবা গ্রামে। যার উপর দিয়ে প্রতিদিন প্রতি নিয়ত অজস্র যানবাহন এগিয়ে চলেছে দ্রুত গতিতে। বহু যাত্রীবাহী বাসও চলে এই সেতুর উপর দিয়েই। যেকোন সময় এমন এমন ঝুঁকির যাত্রার ঘটে যেতে পারে বড় মাপের দুর্ঘটনা।
ছবি ও তথ্যঃ নয়ন দাঁ

Comments