Home » কবিতা ও ছড়া » দেশ বন্দনা

দেশ বন্দনা

সকলকেই জানাই” স্বাধীনতা দিবসের” শুভেচ্ছা ও অভিনন্দন।

—-কাবু মণ্ডল

FB_IMG_1471188579687ভারতভূমি আদর্শের ভূমি, নেতাজী, গান্ধীর জন্মস্থান,
ভারতভূমি ধর্মের ভূমি, সকল দেশের মধ্যে মহান।

ভারতভূমি বৈচিত্রের ভূমি, নানা জাতি নানা মত,
ভারতভূমি মনীষীদের ভূমি,সত্যের জয়ের শপথ।

ভারতভূমি স্বপ্নের ভূমি,সমুদ্র পর্বতে ঘেরা,
ভারতভূমি ঐতিহ্যের ভূমি, বিশ্ব ভাতৃত্ববোধে সেরা।

ভারতভূমি দেব ভূমি, ঈশ্বরে অটুট বিশ্বাস,
ভারতভূমি সবুজের ভূমি, কৃষক আনন্দে করে চাষ।

ভারতভূমি আত্মত্যাগের ভূমি,কোটি কোটি বীর শহীদ সন্তান,
ভারতভূমি বিপ্লবের ভূমি,তারুণ্যের জয়গান।

ভারতভূমি শিল্পীর ভূমি, অনন্য স্থাপত্যের সম্ভার
ভারতভূমি ঐক্যের ভূমি,সকল ধর্মের সমাহার।

ভারতভূমি স্নেহের ভূমি, মায়ের মমতা মাখা,
ভারতভূমি কর্মের ভূমি,বিজ্ঞান উৎকর্ষতা যায় দেখা।

ধন্য আমি জন্মেছি, ভারতমাতার কোলে,
শপথ করি রাখবো তোমায় সম্মান,
সকল ভেদাভেদ ভুলে।

Comments