Home » জেলার খবর » দুটি লরির মুখোমুখি সংঘর্ষ

দুটি লরির মুখোমুখি সংঘর্ষ

মল্লারপুর ৬০ নং জাতীয় সড়কে দুটি লরির মুখোমুখি সংঘর্ষ। গাড়িটি দুটি বালি ও পাথরের। অল্পের জোড়ে প্রানরক্ষা হলেও আপাতত গুরুতর অবস্থাতেই দুই লরি চালক। সাধারণ মানুষ চালক দুজনকে উদ্ধার করে ভর্তি করেন মল্লারপুর হাসপাতালে। দুঘটনার জেড়ে বেশ কিছুক্ষণ জাতীয় সড়কে যান চলাচল বন্ধ থাকে। ঘটনাস্থলে মল্লারপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ও আটক করেন লরি দুটিকে।

ভিডিও ও তথ্য ভিক্টর।

-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]

Comments