Home » জেলার খবর » দুবরাজপুরে মা ও ছেলের খুনের কিনারা

দুবরাজপুরে মা ও ছেলের খুনের কিনারা

বীরভূম ২৪ জুনঃ-
দুবরাজপুরে মা ও নাবালক সন্তান খুনের ঘটনায় গ্রেপ্তার করা হল প্রেমিককে। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম শেখ জ়িকরিয়া। তাকে পাঁড়ুই থানার সাত্তোর অঞ্চলের যাদবপুর গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শান্তিনিকেতন থানার মকরমপুর গ্রামের বাসিন্দা ছিলেন মৃত চুরকি মুর্মু (৪০)। স্বামী মারা যাওয়ার পর শেখ জ়িকরিয়ার প্রেমে পড়েন তিনি। এরপর প্রেমিকের সঙ্গে গ্রাম ছেড়ে পাঁড়ুই থানার রায়পুর গ্রামে নাবালক ছেলে সোমনাথ মুর্মুকে নিয়ে বসবাস শুরু করেন। বাড়ি ভাড়া মেটাতেন জ়িকরিয়া। বছর খানেক আগে জ়িকরিয়ার সঙ্গে সম্পর্কের অবনতি হতে শুরু করে। এরপর ছেলেকে নিয়ে তিনি ফের বোলপুরের লায়েক বাজারে চলে যান। অভিযোগ, বুধবার রাতে চুরকিকে বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে যান জ়িকরিয়া। প্রথমে চুরকিকে ডেকে নিয়ে এসে খুন করে গাড়িতে তোলেন। এরপর সোমনাথকে ডেকে নিয়ে এসে শ্বাসরোধ করে খুন করেন। তারপর দেহগুলিকে গাড়িতে তুলে দুবরাজপুরের পাহাড়িয়া জঙ্গলে ফেলে দিয়ে আসেন। গতকাল সেখান থেকে উদ্ধার হয় জোড়া দেহ। গতকাল সকালে জঙ্গলে পাতা কুড়োতে গিয়ে দুবরাজরপুর নিরাময় যক্ষ্মা হাসপাতালের কাছে ওই দেহ দুটি দেখতে পান স্থানীয়রা। কিশোরের দেহটি দড়ি দিয়ে গাছের সঙ্গে বাঁধা ছিল ও মাটিতে আধশোয়া অবস্থায় ছিল। জিভও বেরিয়ে গিয়েছিল। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শ্বাসরোধ করেই তাদের খুন করা হয়েছে। শনিবার জ়িকরিয়াকে দুবরাজপুর আদালতে তুলে পুলিশ হেপাজতে চাইলে আদালত অভিযুক্তকে ছয় দিন পুলিশ হেপাজতে রাখার নির্দেশ দেয়। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা ত্রিকোণ প্রেমের জেরেই খুন করা হয়েছে মা ও নাবালক ছেলেকে।
তথ্যঃ কৌশিক সালুই , ছবি নয়ন দাঁ
[uam_ad id=”3726″]

Comments