Home » জেলার খবর » দুর্ঘটনাগ্রস্থদের দেখতে হাসপাতালে জেলাশাসক

দুর্ঘটনাগ্রস্থদের দেখতে হাসপাতালে জেলাশাসক

বীরভুম ২৮ জুলাইঃ- যন্ত্র চালিত মোটর ভ্যান উল্টে মৃত্যু হল দুই ব্যাক্তির। মোটর ভ্যানে যাত্রী ছিল ৩৫ জনের মত। ঘটনায় জখম প্রায় ২৫ জন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে বীরভূমের খয়রাসোল থানার ৬০ নম্বর জাতীয় সড়কের পাঁচড়া কটন মিলের কাছে। জখমদের পুলিশ ও স্থানীয় বাসিন্দারা উদ্ধার করেন,তারা দুবরাজপুর গ্রামীন হাসপাতাল ও সিউড়ি সুপার স্পেসালিটি হাসপাতালে চিকিৎসাধীন। এদিনের ঘটনা যন্ত্র চালিত ভ্যান গুলির নিরাপত্তা প্রশ্ন চিহ্নের মুখে।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে মৃত ব্যাক্তিরা হলেন, অরুন দাস(৪০) এবং বিমল বাগদী(৫০)। তাঁদের বাড়ি রানীপাথর গ্রামে। এদিন সকালে ওই গ্রামের প্রায় ৩৫ জনের একটি শ্রমিকের দল কৃষি কাজের জন্য দুবরাজপুরের ঠিট গ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল। জাতীয় সড়কের পাঁচড়া কটন মিলের কাছে যন্ত্র চালিত মোটর ভ্যানটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। ঘটনায় ওই ভ্যানে থাকা ২৫ জন কমবেশি জখম হয়। খয়রাসোল থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সিউড়ি নিয়ে আসার পথে ওই দুই জন মারা যান। ঘটনার খবর পেয়ে সিউড়ি সুপার স্পেসালিটি হাসপাতালে যান জেলা শাসক পি মোহন গান্ধী, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রী আড়ি ও হাসপাতাল সুপার শোভন দে তার সঙ্গে ছিলেন। তারা দুর্ঘটনায় জখমদের সঙ্গে কথা বলেন ও তাঁদের সব ধরনের চিকিৎসার আশ্বাস দেন। ওই ধরনের ভ্যান গুলিতে জাতায়ত করা কতটা নিরাপদ তা এদিনের দুর্ঘটনা বুঝিয়ে দিয়ে গেলো। স্থানীয় কারখানায় তৈরী ওই যন্ত্র চালিত ভ্যান উল্টে বিভিন্ন সময়ে দুর্ঘটনা ঘটে। তাই ওই গাড়ি গুলি রাস্তাতে কিভাবে চলাচল করছে তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে সাধারন মানুষ। ঘটনার প্রত্যক্ষদর্শী নারায়ন দাস বলেন, আমি মাঠে কাজ করছিলাম। ওই গাড়িটি খুব দ্রুত যাচ্ছিল হঠাত নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গেলো। আমরা সবাই উদ্ধার কাজে হাত লাগালাম। খয়রাসোল থানার ওসি মাধব মণ্ডল বলেন, নিয়ন্ত্রন হারিয়ে ওই যন্ত্র চালিত ভ্যানটি উল্টে গিয়েছে। ভ্যান এর নিচে চাপা পরে দুই জন মৃত। জখমেরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
ছবি : প্রহ্লাদ সাহা
তথ্যঃ কৌশিক সালুই
[uam_ad id=”3726″]

Comments