Home » জেলার খবর » দিনের বেলাতেই ধরা পড়লো লাইট চোর

দিনের বেলাতেই ধরা পড়লো লাইট চোর

দিনের আলোতেই চুরি হয়ে যাচ্ছে শহরের পুরসভার লাগানো বিভিন্ন এলাকার এল ই ল্যাম্প। রবিবার দুপুরে ল্যাম্প পোষ্টে চেপে লাইট খুলে নিয়ে পালাতে গিয়ে হাতে নাতে ধরা পরে গেলো সেই চোর। গন প্রহার দিয়ে তুলে দেওয়া হল পুলিশের হাতে। ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ি শহরে।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে ধৃত যুবক হল রহিম খান। বাড়ি সিউড়ি থানার কাটাবুনি এলাকায়। সিউড়ি শহরের ২ নম্বর ওয়ার্ডের সমন্বয় পল্লীতে একটি ল্যাম্প পোষ্টে চেপে এল ই ডি ল্যাম্প খুলে নেয় ও নেমে পালাতে যায় তখন স্থানীয় বাসিন্দাদের নজরে পরে যায়। হাতে নাতে তাকে ধরে ল্যাম্প পোষ্টে বেঁধেই চলে গন প্রহার। স্থানীয় বাসিন্দাদের দাবি বিগত কয়েক মাস ধরে এলাকায় চুরি হয়ে যাচ্ছিল পুরসভার পথবাতি গুলো। স্থানীয় কাইন্সিলারের দাবি গোটা শহর জুড়েই চুরি হয়ে যাচ্ছে পথ বাতি। ধৃত যুবকের পকেট থেকে ব্রাউন সুগার খাওয়ার সামগ্রীও পাওয়া যায়। ধৃত যুবক স্বীকার করে নেন যে নেশা করার জন্যই সে চুরি করেছে। ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সঙ্গীতা সিনহা বলেন, বিগত কিছু দিনে ২৭ টি মুল্যবান পথবাতি চুরি হয়ে গিয়েছে। লাগানোর দুই এক দিনের মধ্যেই খুলে নিয়ে পালাচ্ছে চোরেরা। এদিন হাতে নাতে ধরা পরে গিয়েছে এক যুবক। সিউড়ি থানার পুলিশ তাকে থানায় নিয়ে গিয়েছে।
ছবি ও তথ্যঃ কৌশিক সালুই
[uam_ad id=”3726″]

Comments