Home » জেলার খবর » নজরুল মেলার সূচনা

নজরুল মেলার সূচনা


দুবরাজপুর : ধর্মীয় ক্ষেত্রে বৈচিত্র্যের মধ্যে ঐক্যই ভারতের চিরন্তন বৈশিষ্ট্য। আর সেই ঐক্যকে আগামী দিনগুলিতে অটুট রাখতে ধর্মমোহ ও ধর্মান্ধতার বিরুদ্ধে আজীবন বিদ্রোহ এবং পরম মানবপ্রেমী কবি কাজী নজরুল ইসলাম আজ বড়ই প্রাসঙ্গিক। এই সত্য অনুভব করে নজরুল মেলার আয়োজননকরা হয়েছে দুবরাজপুর ইসলাম স্পোর্টিং ক্লাবের তরফ থেকে। আজ ২৭ শে এপ্রিল মেলার সূচনা হয়। চলবে ২ রা মে পর্যন্ত। মেয়েদের ফুটবল প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয় মেলার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দুবরাজপুর পুর প্রধান পীযুষ পান্ডে। উপস্থিত ছিলেন উপ পুরপ্রধান মির্জা সৈকত আলিও। বাউল গান, যাত্রাপালা, কাওয়ালি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান মেলায় দেখতে পাওয়া যাবে। শেষ দিন জি বাংলার পক্ষ থেকে দর্শকদের মনোরঞ্জনের জন্য থাকবে বিশেষ অনুষ্ঠান।
ছবি ও তথ্যঃ নয়ন দাঁ।

Comments