Home » কবিতা ও ছড়া » এক মুঠো শান্তির খোঁজে

এক মুঠো শান্তির খোঁজে

“আন্তর্জাতিক শান্তি দিবসে” সকলের কাছে অনুরোধ ,সবরকম শান্তি বজায় রাখতে সচেষ্ট হই।

নিজস্ব লেখা – কাবু মণ্ডল

international peace day

এক মুঠো শান্তি পাবো?
মনের সুখে খাবো,
এক মুঠো শান্তি পাবো?
সারা গায়ে মাখবো।

এক মুঠো শান্তি পাবো?
বিশ্ব জুড়ে ছড়িয়ে দেব,
একমুঠো শান্তি পাবো?
হেঁসে ,খেলে বাঁচবো।

একমুঠো শান্তি পাবো?
শান্ত করবো মনের অস্থিরতাকে,
একমুঠো শান্তি পাবো?
আপন করে নেব শত্রুকে।

একমুঠো শান্তি পাবো?
রাত জেগে দেখব তারা ভরা আকাশ,
একমুঠো শান্তি পাবো ?
বারুদের গন্ধে বিষাক্ত হয়েছে বাতাস।

একমুঠো শান্তি পাবো?
বাঁচাবো নারীর সম্মান,
একমুঠো শান্তি পাবো?
গাইবো মানবতার জয়গান।

একমুঠো শান্তি পাবো?
গিঁট দেব ভালোবাসার বাঁধন,
শান্তি বড়োই দুষ্প্রাপ্য হয়েছে,
খুঁজে ফেরি সারাক্ষন।

Comments