Home » কবিতা ও ছড়া » একলা মফস্বল

একলা মফস্বল

নীলাংশু চ্যাটার্জী

 

তোর কাছে হয়তো সময় নেই,

হয়তো ইচ্ছে করে দেখতে পাচ্ছিসনা,

আমার কাছে বিশ্লেষণের খেই

হারিয়ে গেছে, ধরতে পারছিনা।

 

তোর কাছে নিশ্চয়তা অনিশ্চিত

নিজের দুঃখ নিজেই চেপে রাখা,

আমার কাছে চুপ করে থাকা সৈনিক,

বিক্রি করে নিস্তব্ধ অপেক্ষা।

 

তোর কাছে মুঠোয় ধরা রোদে

শোকায় চুলের বিন্দু বিন্দু জল,

আমার কাছে তোর সঙ্গ, আটখানা আলহাদে,

রাত্রিবেলায় নিয়ন আলোয় একলা মফস্বল।

 

তোর কাছে ওলি-গলি আবিষ্কারের নেশা,

সময় পেরোয় ভ্রূক্ষেপ নেই, বাড়ি যেতে দেরি,

আমার কাছে একটা জীবন তোর সময়ে ঘেঁসা,

সামনে তুই, শূণ্য পৃথিবী, বন্ধ হাতের ঘড়ি।

 

তোর উত্তরে বন্ধু, আমার প্রশ্নে প্রেম,

বিস্তির্ণ মরুপ্রায় সময়, পেরিয়ে এলেম।

মরিচিকায় যে মেঘ দিয়েছিল দেখা

জোর করে তুই উড়িয়ে দিলি, আমি একা।

সেই আলতো উষ্ণতা, সেই বৃষ্টি, খুজছি

সেই তোকে, শেষ হাজার পাতার অভিধান

আমার মেসেজে নীল টিক, বার বার করছি

সময়ের স্রোতে তোর অনুসন্ধান ।

Comments