Home » জেলার খবর » আগুনে ক্ষতিগ্রস্ত ৩-৪ টি দোকান

আগুনে ক্ষতিগ্রস্ত ৩-৪ টি দোকান

নলহাটি : ঘটনা মোটামুটি গতকাল রাত্রি ১ টার সময়ের। নলহাটির রাম মন্দির থেকে গ্রহরাজ শনি মন্দির পর্যন্ত অংশে হঠাৎ করে দেখা যায় আগুন। মধ্যরাত্রির ঘটনা হওয়ায় আগুন নিভানোর সুযোগ সেভাবে পাওয়া যায়নি বলে স্থানীয় সূত্রে খবর। দ্রুততার মধ্যে সেই আগুন গ্রাস ওই জায়গার মধ্যে থাকা বেশ কয়েকটি মিষ্টির দোকানকে। দোকানগুলি পুরোপুরি ক্ষতিগ্রস্ত। মাঝ রাত্রিতে ঘটনা ঘটায় দোকানে কেউ ছিল না বলে কারোর হতাহতের কোনো খবর নেই।
ছবি ও তথ্যঃ প্রতাপ মাল, নলহাটি, বীরভূম

Comments