Home » জেলার খবর » প্রতাপপুর গ্রামে আগুনে ভস্মীভূত ৪ টি বাড়ি

প্রতাপপুর গ্রামে আগুনে ভস্মীভূত ৪ টি বাড়ি

দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর অঞ্চলের প্রতাপপুর গ্রামে হঠাৎই আগুন লেগে ভস্মীভূত হয় ৪ টি বাড়ি। প্রচন্ড হাওয়ার দাপটে নিমেষের মধ্যেই ছড়িয়ে পড়ে আগুন, অজান্তেই পুড়ে ছাই হয়ে যায় ৪ টি বাড়ি। বাড়িতে নিত্যপ্রয়োজনীয় জিনিষ যেমন নষ্ট হয়ে যায়, সাথে মারা যায় বাড়ির ৩ টি ছাগলও। আগুন লাগার পর সেখানে উপস্থিত হয় দুবরাজপুর থানার পুলিশ। আগুন লাগার কোনো কারণ এখনো জানা যায়নি।
গ্রামবাসীদের এবং দমকালবাহিনীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে ।।
খবরে :- নয়ন দাঁ

Comments