Home » জেলার খবর » ফ্লাইওভার সমস্যা এখনো অধরা

ফ্লাইওভার সমস্যা এখনো অধরা

সিউড়ি : বীরভূমের বুকে যত বড় বড় সমস্যা রয়েছে তার মধ্যে অন্যতম বড় একটি সমস্যা হল ফ্লাইওভার সমস্যা। suri rail gate
ছবি:- জয়ন্ত মন্ডল।

জেলার মধ্যে অনেকগুলি স্থান রয়েছে যেগুলিতে প্রতিদিন মানুষকে হয়রানির মুখে পড়তে হয়। এই সকল স্থানগুলির মধ্যে অন্যতম সিউড়ি হাটজান বাজার রেলগেট, যেটি সিউড়ি – বোলপুর, সিউড়ি – আহমেদপুর ইত্যাদি বহু গুরুত্বপূর্ণ অংশের সাথে যোগাযোগের মাঝে বাধা হয়ে দাঁড়িয়ে আছে। সবথেকে বড় ভাবার বিষয় সিউড়ি সদর হাসপাতালের সাথে যোগাযোগের জন্য ওই দিকের মানুষগুলিকে এই রেলগেট পেরিয়েই আসতে হয়, শুধু তাই নয় সিউড়ি সদর হাসপাতাল থেকে কোনো রোগীকে বর্ধমান পাঠালেও সেই একই পথই অনুসরণ করতে হয়। বহুবার শোনা গেছে বেশিক্ষন গেট পড়ে থাকার কারনে হয় রোগী মারা গেছেন অথবা মা তার সন্তানকে সেখানেই প্রসব করেছেন।
ইতিমধ্যে এক বিশেষ সূত্রে জানা গেছে পি.ডাবলু.ডি. অধ্যক্ষ / সম্পাদক Indribor Pandya জানিয়েছেন -৪০০ কোটি টাকা
ব্যয়ে জাতীয় সড়ক ৬০ এর মধ্যে আব্দারপুর ও ভীমগড়ে দুটি ফ্লাইওভারের কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে।

এক্ষেত্রে একটি সুখবর যে জাতীয় সড়কের সমস্যার কিছুটা হলেও সমাধান হতে চলেছে।

কিন্তু শহরবাসী বা পাশ্ববর্তী গ্রামের মানুষগুলির এত দিনের যে দাবী হাটজানবাজার রেলগেটে ফ্লাইওভারের স্বপ্ন সেটি এখনো অধরাই থেকে গেল। ফলে শহর ও পার্শ্ববর্তী গ্রামের মানুষগুলির সমস্যা সেই সমস্যায় থেকে যাচ্ছে। তাদের সমস্যার সমাধানের পথ এখনো উজ্জ্বল হল না।

Comments