Home » জেলার ইতিহাস » কীর্নাহারে এল প্রথম যাত্রীবাহী ট্রেন

কীর্নাহারে এল প্রথম যাত্রীবাহী ট্রেন

পরীক্ষামূলকভাবে আজ প্রথম দশটি কামড়া নিয়ে ট্রেন এসে পৌঁছলো কীর্ণাহারে।

ইতিহাসে ছোটো লাইন-

১৯১৭ সালের ২৯ সেপ্টেম্বর ম্যাকলয়েড অ্যান্ড রাসেলস কোম্পানীর উদ্যোগে আমোদপুর –কাটোয়া ওই রেলপথ স্থাপিত হয় ।ওই রেলপথকে ব্রডগেজে রূপান্তরের দাবি দীর্ঘদিনের । দাবি মোতাবেক রূপান্তেরের কাজ শুরু হয়েছে ।সেইজন্য ২০১৩ সালের ১৩ জানুয়ারি বন্ধ হয়ে যায় ছোট লাইনের ট্রেনের চলাচল ।

 
ভিডিও পরিতোষ দাস
[uam_ad id=”3726″]

Comments