Home » জেলার খবর » দমকল বাহিনীর প্রশিক্ষণ শিবির

দমকল বাহিনীর প্রশিক্ষণ শিবির

সিউড়ি : আগুন লাগলেই অনেকে ভয় পেয়ে যান। ভয় না পেয়ে কীভাবে একে মোকাবিলা করবেন, তা নিয়ে বীরভূম দমকল বাহিনীর সহযোগিতায় একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল সিউড়ির আর.টি. গার্লস উচ্চবিদ্যালয়ে।
কোথাও আগুন লাগলে কিভাবে তার মোকাবিলা করা যায় তা নিয়ে আলোচনা হয়।
আগুন দেখলে আতঙ্কগ্রস্ত না হয়ে ধীরস্থির থাকুন। প্রথমে আগুনের উৎপত্তি কোথায়, সত্যিই আগুন লেগেছে কি না, এটি জানার চেষ্টা করুন। অযথা চিৎকার-চেঁচামেচি না করে প্রাথমিক অবস্থায় আগুন নেভানোর চেষ্টা করুন।তেলজাতীয় আগুনে কম্বল, কাঁথা, ছালা বা মোটা কাপড় ভিজিয়ে চাপা দিন।বৈদ্যুতিক আগুনে দ্রুত প্রধান সুইচ বন্ধ করুন। পরনের কাপড়ে আগুন লাগলে মাটিতে গড়াগড়ি দিন, ভুলেও দৌড়াবেন না। তাতে আগুন বেড়ে যাবে।বহুতল ভবনে আগুন লাগলে, পর্যায়ক্রমে ধীরেসুস্থে নেমে আসুন। হুড়োহুড়ি করে নামতে যাবেন না। আগুন ঊর্ধ্বমুখী, তাই ওপরতলায় আগুন লাগলে প্রথমে সেই তলার লোকজনকে বেরিয়ে আসার সুযোগ দিন। ওপরের তলার পর নিচের দিকের তলার লোকজনকে বেরিয়ে আসার সুযোগ দিন।
আর সবসময় আগুন লাগার খবর নিকটবর্তী দমকল অফিসে যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে দিন।

তথ্যঃ বুবাই

Comments