Home » জেলার খবর » বোলপুরে উদ্ধার ৫ স্কুল পড়ুয়া

বোলপুরে উদ্ধার ৫ স্কুল পড়ুয়া


বোলপুর : শিবরাম চক্রবর্তীর গল্প অবলম্বনে ঋত্বিক ঘটকের সেই ছবির মতোই আহমেদ পুরের ৫ স্কুল পড়ুয়ার সটান বোলপুর চলে আসা।
আহমেদপুর জয় দুর্গা স্কুলের এই ৫ ছাত্রের বাড়ি একই পাড়ায়, সোহেল মিঞা, বাদশা শেখ, নবি শেখ, সাগর শেখ, রহিত শেখ। ক্লাসের বিভিন্নতা থাকলেও একই সাথে স্কুল যাওয়া আসা।
এদের মুখ থেকে জানা গেছে সোমবারও তারা স্কুলের উদ্দেশ্যেই বাড়ি থেকে বেরিয়ে ছিল, কিন্তু স্কুল যেতে দেরি হয়ে যাওয়ায় আর স্কুল যায়নি। পাঠ্যপুস্তকে শুনে আসা শান্তিনিকেতনের কথা তাদের মাথায় আসে একজনের, তারপর ট্রেন ধরে শান্তিনিকেতনের দিকে রওয়ানা দেওয়া।
কিন্তু সে সাধ তাদের পূরণ হয়নি, রাস্তা ভুল করে তারা চলে যায় কাশিপুরের দিকে। স্থানীয় মানুষের সন্দেহ হওয়ায় থানায় খবর দিলে পুলিশ তাদের উদ্ধার করে। পড়ে চাইল্ড লাইনের হেফাজতে নেওয়া হয়। আজ তাদের পরিবাবের হাতে তুলে দেওয়া হবে।
তথ্যঃ সহায়তায় : আনন্দবাজার পত্রিকা

Comments