Home » জেলার খবর » লোকপুরে বিস্ফোরণের ঘটনার বিস্তারিত

লোকপুরে বিস্ফোরণের ঘটনার বিস্তারিত

আজকের বিস্ফোরনস্থলে বোম্ব ডিসপোসাল স্কোয়াড

 

বীরভুম ১ আগস্টঃ- সবে বেলা হয়েছে। তখন ঘড়ির কাটা সকাল সাড়েনটা প্রায়। গ্রামের মানুষেরা যে যার মতো নিজের কাজে ব্যাস্ত। ধান চাষের ভরা মরসুম হওয়ায় অনেকে চাষের কাজে মাঠে কেউবা চায়ের দোকানে বসে চা খাচ্ছেন সঙ্গীদের সঙ্গে গল্প গুজব করে। গৃহবধুরাও বাড়ির কাজে ব্যস্ত। ঠিক এই সময়েই বিস্ফোরনের শব্দে কেঁপে উঠলো এলাকা। মুহুর্তে গ্রামের নিস্তব্ধতা ভেঙ্গে গেলো বোমার বিকট আওয়াজে। চারিদিকে মানুষের আর্তচিৎকারের সঙ্গে ছোটাছুটি শুরু হয়ে গেলো। সবাই দেখলো মাঠের ধারে ইট,মাটি ও অ্যাজবেস্টাস দেওয়া বাড়িটি মাটিতে মিশে গিয়েছে। চারিদিক ধোঁয়া ও পোড়া বারুদের গন্ধে ভরে গিয়েছে। মঙ্গলবার এমনই এক চিত্র দিয়ে দিনের শুরু হল বীরভূমের লোকপুর থানার রূপসপুর গ্রাম পঞ্চায়েতের ডেমুরটিটা গ্রাম।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে ডেমুরটিটা গ্রামের শেখ শামির চাঁদের বাড়িটি বোমার বিস্ফোরনে উড়ে গিয়েছে। যদিও বাড়িটিতে লোক বসবাস বর্তমানে কেউ করতো না। বাড়ির মালিক বছর সাতেক আগে গ্রামের ভিতরে বসবাসের অন্য একটি বাড়ি করেছিল সেখানেই পরিবার থাকে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বাড়িতে থাকা বিপুল পরিমানে মজুদ বোমা কোনো ভাবে বিস্ফোরণ হয়ে যায় আর তাতেই বাড়িটি সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিনত হয়েছে। বিস্ফোরনের তীব্রতা এতটাই ছিল যে চালটি কয়েকশো মিটার দূরে উড়ে গিয়েছে। বাড়িটির গ্রামের এক প্রান্তে মাঠের ধারে ও কাছে কোন বাড়ি না থাকায় আরো কোন ক্ষয় ক্ষতি হয়নি। ঘটনার পর থেকেই ওই বাড়ির মালিক ও তার এক সঙ্গী এলাকা থেকে পলাতক। খবর পেয়ে লোকপুর থানার পুলিশ ও বোমা বিশেষজ্ঞ বাহিনী এলাকায় গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। গ্রাম বাসীদের অভিযোগ শামির চাঁদ ও তার এক সঙ্গী পিয়ার মণ্ডলকে নিয়ে বোমা বাঁধার কারবার করতো। তারা ওই বাড়িতে বোমা তৈরী ও মজুদ করতো। সেই বোমা বিভিন্ন জায়গায় দুস্কৃতিদেরকে তারা বিক্রি করা ছিল তাঁদের পেষা। গ্রামবাসী সাত্তার শেখ, জহীরউদ্দীন সেখ, গোলাম কিউরিয়া, কেতাবউদ্দীরা বলেন, ওই দুই জন বহু সময় ধরে বোমার কারবার করে। বারবার তাঁদেরকে নিষেধ করলেও তারা শুনতো না। উড়ে যাওয়া বাড়িটির কাছাকাছি কোন বাড়ি না থাকায় অনেক মানুষ বেঁচে গিয়েছে। লোকালয়ের মধ্যে হলে ব্যাপক ক্ষয়ক্ষতি হতো। ঘটনার পর থেকে ওই দুই জন পালিয়ে গিয়েছে। শামির চাঁদের মা সাবিলা বিবি বলেন, আমার ছেলে কোন ভাবেই বোমার কারবারের সঙ্গে যুক্ত নয়। ছেলের বিরোধীরা এটা চক্রান্ত করে এই ঘটনা ঘটিয়েছে। অতিরিক্ত জেলা পুলিশ সুপার জোবি থমাস কে বলেন, এদিনের বিস্ফোরনের ঘটনার তদন্ত করা হচ্ছে। বাড়ির মালিক কে পলাতক তার খোঁজে তল্লাশি করা হচ্ছে।
ভিডিও সুদীপ্ত গঁড়াই
তথ্যঃ কৌশিক সালুই
[uam_ad id=”3726″]

Comments