Home » জেলার খবর » জিএসটির প্রতিবাদে রামপুরহাটে অবরোধ

জিএসটির প্রতিবাদে রামপুরহাটে অবরোধ

৩০ শে জুন , রামপুরহাট :গতকাল বীরভূমে জিএসটির প্রতিবাদে ডাকা বন্ধ ঘিরে মিশ্র প্রভাব লক্ষ্য করা যায়। পণ্য ও পরিষেবা কর অর্থাৎ জিএসটির প্রতিবাদে এদিন দুপুরে রামপুরহাটের চামড়াগোদাম মোড়ে রানিগঞ্জ-মোড়গ্রাম ৬০নম্বর জাতীয় সড়ক প্রতীকী অবরোধের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করল এসইউসি। যার জেরে বহু লরি ও যাত্রীবোঝাই বাস আটকে পড়ে। সংগঠনের জেলা কমিটির সদস্যা আয়েসা খাতুন বলেন, বৃহৎ ব্যবসায়ীদের স্বার্থেই জিএসটি চালু করতে চলছে কেন্দ্র সরকার। কিন্তু, এতে সাধারণ মানুষের উপর চাপ আরও বাড়বে। সেইসঙ্গে ক্ষুদ্র ব্যবসায়ীরাও সমস্যায় পড়বেন। পাশাপাশি জিএসটির বিরোধিতায় এদিনের দেশ জুড়ে ব্যাবসা ধর্মঘটকেও সমর্থন জানিয়েছেন তিনি। এদিন মুরারই থানার রাজগ্রামে বেশকিছু দোকানপাট ও পাথর ভাঙার কল বন্ধ ছিল। অন্যদিকে এদিন জিএসটির প্রতিবাদে রামপুরহাট শহরের গ্রোসারির দোকানগুলিও বন্ধ ছিল। তবে বাকি দোকানগুলি অন্যান্য দিনের মতোই খোলা ছিল।
[uam_ad id=”3726″]

Comments