Home » জেলার খবর » ৭১তম স্বাধীনতা দিবস পালন

৭১তম স্বাধীনতা দিবস পালন

স্বাধীনতা
এল স্বাধীনতার দিন
জাতীয় পতাকা নিয়ে মাতবো নবীন, প্রবীণ
বাজবে চারিদিকে দেশ বন্দনার গান
বন্দে মাতরম বলে বলব ,আমার ভারত মহান।

স্বাধীনতা মানে
মুক্তি, সকল খারাপ থেকে।
স্বাধীনতা মানে
সদা জাগ্রত,বিবেক বাঁচিয়ে রেখে।।

স্বাধীনতা মানে
দায়িত্ব, ভালো কিছু করার।
স্বাধীনতা মানে
লড়াই,সত্যের কাজে অন্যের হাত ধরার।।

স্বাধীনতা মানে
চেতনা ,আলোর পথ খোঁজা।
স্বাধীনতা মানে
হই মানবিক, অপরের মনকে বোঝা।।

স্বাধীনতা মানে
আনন্দ, একসাথে মিলেমিশে থাকি।
স্বাধীনতা মানে
কর্মনিষ্ঠা ,পূরণ করি যা রয়েছে এখনো বাকি।।

স্বাধীনতা মানে
সহিষ্ণুতা,রাম রহিম ভাই ভাই।
স্বাধীনতা মানে
ঈদে ,পুজোয় মেতে উঠি ধর্ম দূরে রেখে সবাই।।

স্বাধীনতা মানে
কুঠারাঘাত, সকল কুসংস্কারের মূলে।
স্বাধীনতা মানে
গায় বাঁচার গান, ধনী ,গরীব বৈষম্য ভুলে।।

স্বাধীনতা মানে
অধিকার নারী ,পুরুষ ভেদাভেদ ছাড়া।
স্বাধীনতা মানে
ছড়ায় শিক্ষা, সম্প্রীতি, ভালোবাসায় ভরা।।

স্বাধীনতা মানে
পরিবর্তন, উন্নতির সোপানে আরোহন
স্বাধীনতা মানে
নয় স্বজন পোষণ ,সবার উপরে জনগন।।

স্বাধীনতা মানে
নয় জাতীয় পতাকা ধুলোয় গড়াগড়ি।
স্বাধীনতা মানে
জীবন দিয়ে তিরঙ্গার সম্মান রক্ষা করি।।

স্বাধীনতা মানে
নয়,টেবিলের তলায় টাকায় কাজ হাসিল।
স্বাধীনতা মানে
নয়,গদির জন্য মিথ্যা প্রতিশ্রুতির তহবিল।।

স্বাধীনতা মানে
নয় শুধু নারীর সুরক্ষার জন্য টয়লেট
স্বাধীনতা মানে,
করি চেষ্টা,পাই যেন সবাই খাবার ভরপেট।

স্বাধীনতা মানে
নয় কামান, রাইফেলের আস্ফালন
স্বাধীনতা মানে
নূন্যতম পরিষেবা যেন পায় জনগণ।

স্বাধীনতা মানে
নয় যা হচ্ছে ,ঘটছে, সবই ভালো যেন।
স্বাধীনতা মানে,
করি প্রতিবাদ, অন্যায় অবিচার হবে কেন?।।

স্বাধীনতা মানে
বিপ্লবের শিখা ,যা জ্বলবে যুগ যুগ ধরে।
স্বাধীনতা মানে
সেই দীক্ষা,প্রত্যেকে আমরা পরের তরে।।

কাবু মন্ডল

সকলকেই জানাই ৭১তম স্বাধীনতা দিবসের প্রীতি ও শুভেচ্ছা।
আসুন আমরা নিজের নিজের দায়িত্বশীল কর্মের মাধ্যমে এই দিনটিকে উদযাপিত করি।
জয় হিন্দ, বন্দে মাতরম।।

[uam_ad id=”3726″]

Comments