Home » কবিতা ও ছড়া » হিসেব

হিসেব

তোমার বিলাসবহুল জীবন, শীতাতপ নিয়ন্ত্রিত আদর/hiseb2016
দামী পালঙ্কের স্নেহ/
কিন্তু তোমার ঘুমহীন রাতের হিসেব টা…

তুমি অফিসে বড়বাবু, তোমার কথায় ওরা ওঠে বসে/
কিন্তু তোমারও অনেক লক্ষ্মণ আছে/
তারা তোমার চারিদিকে যে গণ্ডী টানে তার হিসেব টা …

ব্রান্ডেড কসমেটিক্স দিয়ে চামড়া টান রাখার চেষ্টা/
আয়নায় নিজেকে দেখে মুখে স্মিত হাসি/
কিন্তু তোমার কপালে একের পর এক চিন্তার ভাঁজের হিসেব টা…

বাস্তব ভোলার অনেক সরঞ্জাম… হুইস্কি, বরফ, সিগারেট/
তবুও তো নেশাতুর হলেনা কিছুতে/
বারবার আছড়ে পর দৈনন্দিন একঘেয়েমিতে, তার হিসেব টা…

গাড়ি তোমার ছুটছে খুব জোরে আমি জানি/
কিন্তু মাঝে মধ্যে ভিউফাইন্ডারে অতীত জীবন দেখে/
তুমি যে আঁতকে ওঠো তার হিসেব টা…

জানিনা তুমি করবে কিনা, তবু নেহাত পাটিগনিতের জন্য/
“আমি জীবনে অনেক করেছি’র সাথে
উপরের হিসেব গুলো যোগ কর/
উত্তর হবে শূন্য !

—-বাপ্পাদিত্য পাল

Comments