Home » অন্যান্য » হনুমান মন্দিরে আগত এক হনুমানের কর্মকান্ড

হনুমান মন্দিরে আগত এক হনুমানের কর্মকান্ড

পানাগড়ের রেল স্টেশন সংলগ্ন এনএসবি রোডের এক হনুমান মন্দিরে আগত এক হনুমানের কর্মকান্ড দেখে বৃহস্পতিবার ভক্তের ঢল নামে। হনুমান মন্দিরে হনুমানটি বৃহস্পতিবার সকালে আসার পর ৪ ঘন্টা মন্দিরে থেকে ফের জঙ্গলে ফিরে যায় বলে জানা গেছে। এই চার ঘন্টায় ভক্তদের কাছে মন জয় করে নেয় হনুমানটি। জানা গেছে ওই সময় হনুমান মন্দিরের পুরোহিত নিত্য দিনের মত হনুমানের মূর্তিতে পুজা পাঠ করছিলেন। হনুমানটি মন্দিরে এসেই পুরোহিতের কাছে চলে যায়। পুজা পাঠ শোনে মন দিয়ে। এবং পুরোহিতকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে। এই খবর ছড়িয়ে পড়তেই ভগবান দর্শনে ভক্তের ঢল নামে মন্দিরে। ভক্তরা ফল মুল দিলেও হনুমানটি তা হাতে নিলেও মুখে না দিয়ে উল্টে প্রণাম করলে ভক্তদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতে থাকে। ধর্ম বিশ্বাসী মানুষ স্বয়ং বজরংবলী হনুমান মন্দিরে এসেছেন এই বিশ্বাসে দিনভর পুজা পাঠ করেন। এই ভাবে ৪ ঘন্টা চলার পর হনুমানটি কোন অজ্ঞাত স্থানে ফের চলে যায়। এই খবরে চাউর হতেই হনুমানের মাহাত্ম পাঠ সহ বিকালে হনুমান মন্দিরে দুর্গা মঙ্গল সমিতি ফের পুজা পাঠ ও নাম সংকীর্তন হয়। গোটা পানাগড় জুড়ে দিনভর হনুমান চর্চায় মাতেন সকলে।
[uam_ad id=”3726″]

Comments