Home » জেলার খবর » টোটো চালকের সততা- সিউড়িতে কুড়িয়ে পাওয়া টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী ফিরিয়ে দিয়ে এলেন বাড়িতে

টোটো চালকের সততা- সিউড়িতে কুড়িয়ে পাওয়া টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী ফিরিয়ে দিয়ে এলেন বাড়িতে

এই কঠিন সময়ে, যখন মানুষের প্রতি মানুষের বিশ্বাস ক্রমশ হারিয়ে যেতে বসেছে, তখন সততার এক অনন্য নজির রাখলেন সিউড়ী র এক অখ্যাত টোটো চালক।

টোটো চড়ে ডাঙ্গাল পাড়া থেকে লালকুঠি পাড়া যাচ্ছিলেন কৃষ্ণা ব্যানার্জী। কিন্তু নামার সময় ভুল করে একটি ব্যাগ টোটোতেই ফেলে যান। ব্যাগে ছিলো নগদ টাকা, atm কার্ড, দামী শাড়ি, শাল ও অন্যান্য মূল্যবান জিনিস। টোটো চালক প্রথমে লক্ষ্য করেননি। কিন্তু পরে ব্যাগটি চোখে পড়তেই বাড়ি খুঁজে সেটি ফেরত দিয়ে আসেন কৃষ্ণা দেবীর হাতে। কিন্তু কৃষ্ণা দেবীর আফসোস তাড়া হুড়োয় টোটো চালকের নামটাই জানা হয়নি।

এমন মানুষ রা বোধহয় অন্তরালেই থেকে যান। বীরভূম – লাল মাটির দেশের তরফ থেকে সেই নাম না জানা মানুষটিকে জানাই কুর্নিশ।

 

এই খবরটি ছড়িয়ে পড়ার পর আমরা খোঁজ পাই সেই টোটো চালকের, যার নাম রাজু দাস, বাড়ি পানুড়িয়া গ্রামে।
সঙ্গে একটি ছবিও দেওয়া হল।

Comments