Home » কবিতা ও ছড়া » হঠাৎ বৃষ্টি

হঠাৎ বৃষ্টি

হঠাৎ বৃষ্টি

মানস মুখোপাধ্যায়

সেদিনও হঠাৎ নেমেছিল জল

বৃষ্টিতে ভেজা সেই সে বিকাল

টিউশন পড়তে যাওয়ার পথে

তুই ছিলি আর আমি তোর সাথে ।

মনে পড়ে ?

দূর থেকে ভেসে আসা গানের কলি–

“ এমনি বরষা ছিল সেদিন,,,,”

এক ছাতার তলায় দুটি ভেজা মন

দমকা হাওয়ায় উড়ে যাওয়া আঁচল

উষ্ণতার পারদের ওঠা নামা

লজ্জায় রাঙা মুখখানি

বুকের মধ্যে লুকিয়ে রেখে বলেছিলি —

”ইসস্ কি হবে ?,,,,আমার ভয় করছে।”

রক থেকে পড়েছিল শিটি —

চালাও গুরু, রাজকাপুর—নার্গিস জূটি

“প্যার হুয়া ইকরার হুয়া ,,,,,,,,”

আরও কত কি !!!

আমি হাঁচলে তুই হেঁসে কুটোকুটি—-

“ আহা রে,,,, ঠান্ডা লেগেছে বুঝি !!!!! ”

সে ছিল প্রথম প্রেমে পড়া

এক সাথে হাতধরে কিছু পথ চলা

সেই প্রেম থেকে জন্ম

অজানা রঙ্গীন স্বপ্নের

যা কোনদিন সম্ভব ছিল না ।

অবাস্তব কল্পনা নিয়ে

প্রেম করা যায়

ঘর বাঁধা যায় না ।

বুঝি নি সেদিন ।

আজ দুজনার দুটি পথ

দুটি দিকে গেছে চলে ।

মনে পড়ে ? মনে কি পড়ে সব ,

না, ভুলে গেছিস্ নতুন বন্ধু পেয়ে ।

তার পর আর কোনদিন ভিজেছিস্

সেদিনের মতো ।

আমি এখনও হাঁচি, এখনও কাঁদি

হঠাৎ  বৃষ্টি এলে ।

Comments