Home » জেলার খবর » হেতমপুর ঐতিহ্যবাহী জগন্নাথদেবের রথযাত্রা

হেতমপুর ঐতিহ্যবাহী জগন্নাথদেবের রথযাত্রা

দুবরাজপুর শহরের নিকটবর্তী হেতমপুর গ্রাম তথা হেতমপুর রাজবাড়ীর রথ সেই পুরানো দিনের ঐতিহ্য বহন করে চলেছে। অনেকদিন থেকে ছোট আকারে এখানে রথের প্রচলন থাকলেও ২০০৭ সালে ১ লা জানুয়ারি থেকে এখানে বেশ আড়ম্বরের সঙ্গে রথযাত্রা হেতমপুর গ্রাম তথা রাজবাড়ী পরিক্রমা করে। রামরঞ্জন চক্রবর্তী ছিলেন জগন্নাথ দেবের ভক্ত। সেই জগন্নাথদেবের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি এখানে রথযাত্রার প্রচলন করেছিলেন বলে বর্তমান গৌরীয় মঠের সেবক স্বামী ভক্তি বারগি জানান। এই রথযাত্রা রাধাবল্লভ মন্দির থেকে বের হয়ে রাজবাড়ীতে জগন্নাথদেবকে নামিয়ে ভোগ আরতির পর আবার রাধাবল্লভ মন্দিরে ফিরিয়ে আনা হয় বলে জানা যায়।
ভিডিও তথ্যঃ নয়ন দাঁ
[uam_ad id=”3726″]

Comments