Home » অন্যান্য » ভারত বাংলাদেশ মৈত্রী কাপ

ভারত বাংলাদেশ মৈত্রী কাপ

 

প্রথম কোনো বিদেশী ক্রিকেট দলকে নিয়ে শুরু হল বীরভূম জেলায় ক্রিকেট সিরিজ ‘মৈত্রী কাপ’। প্রতিবেশী দেশ বাংলাদেশের ফেণী জেলা ক্রিকেট সংস্থার দল এসেছে এই সিরিজ খেলতে। খেলছে এম জি রয়েল ক্রিকেট কোচিং সেন্টারের বিরুদ্ধে। বীরভূমের সদাইপুর থানার সাহাপুর বড় গুনসিমাতে এম জি রয়েল স্পোর্টস একাডেমির মাঠে মঙ্গলবার থেকে এই সিরিজ শুরু হল। ২টি ওয়ানডে ও ৩ টি টি ২০ ম্যাচ হবে এই সিরিজে। প্রথম সীমিত ওভারের ম্যাচে অতিথি দলকে ৫ উইকেটে পরাজিত করে এম জি রয়েল ক্রিকেট একাডেমী। টসে জিতে প্রথমে ব্যাট করে ফেনী জেলা ক্রিকেট সংস্থা ২৯ ওভারে সব উইকেট হারিয়ে ১১৪ রান করে। দলের পক্ষে তনভির ৩৬ রান করেন। এম জি ক্রিকেটে একাডেমীর পক্ষ থেকে রাঘব টিব্রিওয়ালা ৫ রানের বিনিময়ে ৩ উইকেট দখল করে। এম জি আর ক্রিকেট একাডেমী ৩৩ ওভারে ৫ উইকেটে হারিয়ে ১১৫ রান তুলে ম্যাচ জিতে নেয়। অঞ্জনাভ সাহা ৫৮ রান করে দলকে জেতায়। তিনি ম্যাচের সেরা খেলোয়ার হয়েছেন।

মৈত্রী কাপ সিরিজের দ্বিতীয় ম্যাচেই জয়ে ফিরলো বাংলাদেশের ফেনি জেলা ক্রিকেট সংস্থা। বুধবার তারা এম জি রয়েল কোচিং সেন্টার কে ১২০ রানে পরাজিত করে সিরিজে সমতা ফেরালো। প্রথমে ব্যাট করে ফেনি জেলা ক্রিকেট সংস্থা নির্ধারিত ৩৫ ওভারে সব উইকেট হারিয়ে ২০৭ রান করে। দলের পক্ষে মীর হোসেন রিঙ্কু ৩৫ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ৮৭ রানে অল আউট হয়ে যায় এম জি রয়েল কোচিং সেন্টার। দলের পক্ষ শুভম সুরানা ৪৬ রান করে। তার আউট হয়ে যাওয়ার পর ব্যাটিং বিপর্যয় ঘটে। ফেনির স্পিনার পলাশ ৫ উইকেট নিয়ে ও ব্যাট হাতে ১৮ রান করে ম্যান অফ দি ম্যাচ নির্বাচিত হন। উল্লেখ্য বীরভূমের সাহাপুর বড় গুনসিমাতে এম জি রয়েল ক্রিকেট একাডেমির মাঠে প্রতিবেশী দেশ বাংলাদেশের ফেনি জেলা ক্রিকেট সংস্থার দল ৫ ম্যাচের সিরিজ খেলতে এসেছে। জেলাতে এই প্রথম কোনো বিদেশী ক্রিকেট দল সিরিজ খেলছে।

তথ্যঃ কৌশিক সালুই

Comments