Home » জেলার খবর » বীরভূম ইন্ডোর স্টেডিয়ামে চলছে সংস্কারের কাজ

বীরভূম ইন্ডোর স্টেডিয়ামে চলছে সংস্কারের কাজ

সিউড়ির বীরভূম ইন্ডোর স্টেডিয়ামে চলছে সংস্কারের কাজ। এছাড়া আধুনিকীকরণ করা হচ্ছে এই স্টেডিয়ামের। পাশাপাশি সিউড়ির ডি এস এ মাঠে চলছে ঘাস লাগানো কাজ। ২০০১ সালের ১৪ই জানুয়ারী এই ইন্ডোর স্টেডিয়ামের উদ্বোধন হয়। অলিম্পিয়ান শাহী মেওয়ালাল ও এম এ সাত্তার এসেছিলেন সেই অনুষ্ঠানে। বৃষ্টি হলেই পুরনো টিন ফুটো হয়ে জল ঢুকছিল ভিতরে। তাই টিন পাল্টানোর পাশাপাশি ড্রেনেজ সিস্টেমও পরিবর্তন আনা হচ্ছে। ভিতরের ৬ টি রুমে যাতে খেলোয়াররা থাকতে পারে তার জন্য প্রতিটি রুমে ২০ টি করে ম্যট্রেস পাতার ব্যবস্থা করা হচ্ছে। মোট ১২০ জনের থাকার ব্যবস্থা থাকবে এখানে। ইন্ডোরের ভিতরের সাউন্ড যাতে ভাল শোনা যায় তার জন্য খসখস জাতীয় ক্যনোপি লাগানো হবে। নীল সাদা রঙে রাঙানো হচ্ছে সিউড়ির বীরভূম ইন্ডোর স্টৈডিয়াম।প্রায় ৫০ লক্ষ টাকা খরচ করা হচ্ছে বীরভূম ইন্ডোর স্টেডিয়ামের সংস্কারে ও আধুনিকরণের কাজে। পাশাপাশি সিউড়ির ডি এস এ মাঠ সাজাতে উদ্যোগী হয়েছে বীরভূম জেলা ক্রীড়া সংস্থা।এই মাঠের উন্নয়নে বেশ কিছু কাজ চলছে। মাঠে সবুজ ঘাস লাগানোর কাজ চলছে। দেড় টনের হাইড্রলিক রোলার কেনা হচ্ছে। মাঠে এই রোলার চালিয়ে মাঠ খেলার উপযোগী রাখা হবে। গ্যলারি সংস্কার করা হচ্ছে। ঘাস কাটার মেশিন কেনা হচ্ছে।
এছাড়া খেলোয়ারদের ড্রেসিং রুম হবে। আলাদা আলাদা বসার জন্য প্লেয়ার বক্স হবে। আলাদা বোরিং করে ইন্ডোর স্টেডিয়ামে ও সুইমিং পুলে জলের ব্যবস্থা করা হবে। ডি এস এ মাঠে ও গ্যলারির কাজের জন্য মোট ১ কোটি ৪০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। সিউড়ি পৌরসভার উপ-পৌরপিতা তথা ডি এস এর সেক্রেটারি বিদ্যাসাগর সাউ জানান ইন্ডোর স্টেডিয়ামের ও ভিএস এ মাঠে কাজ চলছে। সংস্কার ও আধুনিকরণের জন্য মোট ১ কোটি ৯০ লক্ষ টাকা খরচ করা হচ্ছে।
ছবি ও তথ্যঃ দীপক কুমার দাস ।সিউড়ি
[uam_ad id=”3726″]

Comments