Home » জেলার খবর » জেলায় এল ‘ দোহার’, নেই শুধু কালিকা প্রসাদ

জেলায় এল ‘ দোহার’, নেই শুধু কালিকা প্রসাদ


রামপুরহাট :প্রায় দেড় মাস আগে জেলাতেই আসছিলেন তাঁরা। গন্তব্য ছিল সিউড়ি বিদ্যাসাগর কলেজ। কিন্তু পথে ঘটে যায় দুর্ঘটনা। প্রাণ হারান দলের প্রধান গায়ক কালিকাপ্রসাদ ভট্টাচার্য। বাংলা লোকগানের দল ‘দোহার’ সেই দুর্ঘটনার পরে প্রথম জেলায় এল রবিবার।
কালিকাপ্রসাদকে স্মরণ করে রবিবার সন্ধ্যায় অনুষ্ঠানের আয়োজন করেছিল রামপুরহাটের সাংস্কৃতিক গোষ্ঠী ‘স্বয়ম’। রামপুরহাট মহকুমা ক্রীড়া সংস্থার স্টেডিয়ামে খোলা আকাশের নীচে অনুষ্ঠান।এর আগেও দু’বার রামপুরহাটে অনুষ্ঠান করেছে ‘দোহার’। কিন্তু কালিকাপ্রসাদকে ছাড়া এই প্রথম।
তথ্যঃ সহায়তায় আনন্দবাজার পত্রিকা

Comments