Home » কবিতা ও ছড়া » জীবনের ড্রয়িংরুমে ‘শৈশব’

জীবনের ড্রয়িংরুমে ‘শৈশব’

হারিয়ে ফেলেছি সময়,
বিবর্ণ এক জীবনের ডানা ওড়ানো স্মৃতি
নস্টালজিক শহর,
রূপকথার গল্পে ঠাকুমার ঝুলি,
অদ্ভুতুড়ে ললিপপের শৈশব,
জং ধরা স্লিপারে ছুটে চলা
গালর্স স্কুলের সামনে দাঁড়ানো বাইসাইকেল,
স্কুলের কার্নিসে ঝোলানো চারটে বালকের পা,
স্কুল পালানোর দরখাস্তে শরীর জুড়ে জ্বর,
ক্লাসে খাতায় আকা স্যার ম্যাডামের কার্টুন,
রাস্তার পাশে পরে থাকা আধচেবানো চুইংগাম,
ড্রাইনিং রুমের দেওয়ালে ঝুল ধরা শৈশবের ছবি,
ছাদের কোনে বন্ধুর বুক পকেট থেকে
বিবর্তনের ফলাফলে সদ্য জ্বালানো সিগারেট,
আমার জন্য ভুলে বানানো ফটো আ্যলবাম
সবকিছু আজ মানুষখেকো সময়ের স্রোতে
জীবনের ড্রয়িংরুমে স্মৃতি হয়ে থেকে উড়ে গেছে!
……………………..
সৌভিক সাহা

Comments