Home » জেলার খবর » শ্রী কৃষ্ণ জন্মাষ্টমীতে খুদেদের নিয়ে কৃষ্ণ সাজো প্রতিযোগিতা

শ্রী কৃষ্ণ জন্মাষ্টমীতে খুদেদের নিয়ে কৃষ্ণ সাজো প্রতিযোগিতা

শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী তে খুদেদের নিয়ে কৃষ্ণ সাজো প্রতিযোগিতা। সোমবার সকালে সিউড়ি ভারত সেবাশ্রম প্রাঙ্গনে প্রতিযোগিতার আয়োজন করেছিল শহরের অন্যতম সাংস্কৃতিক সংস্থা সংস্কার ভারতী সিউড়ী শাখা। খুদে কৃষ্ণদের দেখতে দর্শকদের উপস্থিতি ছিল নজরকারা। খুদেদের মধ্যে কেউ বংশীধারী কেউ সুদর্শন ধারী কেউবা গোঠের রাখল। ননীচোরা থেকে বাল গোপাল। এমনকি কালীয নাগ দমনকারী কৃষ্ণ সাজে শিশু দের অভিনয় নজর কারা। মোট ৭২ জন শিশু অংশগ্রহণ করে। গত ১৬ বছর ধরে সংস্কার ভারতী সিউড়ী শাখার পক্ষ থেকে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। সংস্থার সভানেত্রী স্বপ্না চক্রবর্তী বলেন ভারতের রাষ্ট্র পুরুষ শ্রী কৃষ্ণ আদর্শ শিশু দের মনে প্রতিফলিত হোক এটাই আমাদের উদ্দেশ্য। জাতি ধর্ম বর্ন নির্বিশেষে বহু শিশুর অংশগ্রহণে অনুষ্ঠানটি অন্য মাত্রা পায়।

ছবি ও তথ্যঃ কৌশিক সালুই

[uam_ad id=”3726″]

Comments