Home » জেলার খবর » প্রচন্ড বৃষ্টির ফলে জলমগ্ন জেলার বেশ কিছু এলাকা

প্রচন্ড বৃষ্টির ফলে জলমগ্ন জেলার বেশ কিছু এলাকা

সারারাত প্রবল বৃষ্টির ফলে বীরভূমের বেশ কিছু এলাকা জলমগ্ন। জল বেড়েছে ময়ূরাক্ষী, অজয়, শালনদী, বক্রেশ্বর ইত্যাদি বিভিন্ন নদনদীতে। শাল নদীর জল জাতীয় সড়ক ৬০ এর উপর দিয়ে বইছে। কার্যত যান চলাচল ব্যাহত। বিচ্ছিন্ন বেশ কয়েকটি গ্রাম। দুবরাজপুরের বাবুইজোড় রাস্তার উপর কুখুটিয়া ব্রিজেও নদীর জলে উপরে উঠে এসেছে। আশঙ্কায় ভুগছেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। এরপর আবার জল থাকছে বিভিন্ন প্রজাতির সাপ।
সতিপিঠ বক্রেশ্বরের ক্ষেত্রেও একই অবস্থা। সেখানেও নদীর জল উঠে এসেছে শ্মশান পর্যন্ত। দাহ করার চিতা এবং সমাধিস্থলও জলমগ্ন। বাস দাঁড়ানোর সংরক্ষিত জায়গা জলমগ্ন। সিউড়ির নিকটবর্তী কোমা গ্রামের বিভিন্ন অঞ্চল জলমগ্ন।
ছবি , তথ্যঃ ও ভিডিও : বাপ্পাদিত্য পাল, সুমন্ত চৌধুরী, সুদীপ্ত গঁড়াই
[uam_ad id=”3726″]

Comments