Home » অন্যান্য » এবার জিও গ্রাহকদের কি হবে

এবার জিও গ্রাহকদের কি হবে

গতকাল অর্থাৎ ৩১ শে মার্চ ছিল জিও গ্রাহকদের প্রাইম মেম্বার হওয়ার শেষ দিন। রাত্রি ১২ টা পর্যন্ত এর ছিল সময়সীমা। কিন্তু কি হল ?
রাত্রি পর্যন্ত গোটা ভারতবর্ষের ১০ কোটি গ্রাহকের মধ্যে মাত্র ৭২ মিলিয়ন গ্রাহকেরা জিও প্রাইম মেম্বারশিপ গ্রহণ করেন। অর্থাৎ মাত্র ৭২ মিলিয়ন মানুষ জিও এর পিছনে টাকা খরচ করতে রাজি হয়েছেন।
কোম্পানির কর্ণধার এই নিয়ে গতকাল রাত্রিতে এক নতুন অফারের কথা ঘোষণা করেদেন। যাতে আগামী কয়েকদিনে আরও বাকি গ্রাহকেরাও জিও প্রাইমের আওতায় নিজেকে নিয়ে আসেন।
কি সেই অফার –
জিও প্রাইম হওয়ার সময়সীমা ৩১ শে মার্চের বদলে বাড়িয়ে ১৫ ই এপ্রিল পর্যন্ত করা হয়। শুধু তাই নয় এই ১৫ ই এপ্রিলের মধ্যে যে সমস্ত গ্রাহক ৯৯/- এবং ৩০৩/- বা তার বেশি রিচার্জ করবেন তারা আগামী তিন মাস আগের মতোই ফ্রি সার্ভিস ব্যবহার করতে পারবেন। গ্রাহকের রিচার্জ করা ৩০৩/- বা তার বেশি টাকার অফারটি তার পরের মাসে অৰ্থাৎ জুলাই মাসে ব্যবহৃত হবে। এখানে শর্ত একটাই ১৫ ই এপ্রিলের মধ্যেই ৯৯ এবং ৩০৩ বা তার বেশি প্ল্যান ভাউচার রিচার্জ করতে হবে।
এক্ষেত্রে যে সমস্ত গ্রাহকেরা ৯৯ এবং ১৪৯ টাকার প্ল্যান করে নিয়েছেন তাদের জন্য কি হচ্ছে বা হবে সে বিষয়ে কোনোরকম তথ্য ঘোষণা করা হয়নি। এবিষয়ে আগামী কিছুদিনের মধ্যেই জানানো হবে বলে কোম্পানির তরফ থেকে বলা হয়।

Comments