Home » জেলার খবর » জল নিয়ে সেমিনার

জল নিয়ে সেমিনার

বীরভূম ৫ জুলাইঃ- বিপদ জনকভাবে নেমে যাচ্ছে ভূগর্ভস্থ জলের স্তর। বাড়ছে জলের দূষণের মরুভূমি হয়ে যেতে পারে গোটা দেশ। তাই ভবিষ্যতে জলের যোগান বজায় রাখতে কি ভাবে বৃষ্টির জল কে সংরক্ষণ করতে হবে সেই নিয়ে মানুষের মধ্যে সচেতনতা করতে উদোগী হয়েছে নাবার্ড। তাঁদের নিযুক্ত কৃষি জলদূতেরা গ্রামে গ্রামে বাড়ি ঘুরে সচেতন করেছে পাশাপাশি জলের উৎস নিয়ে সমীক্ষাও করা হয়েছে। এই বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হল বুধবার বীরভূমের সিউড়িতে। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, অতিরিক্ত জেলা শাসক রঞ্জন কুমার ঝাঁ, নাবার্ড এর আধিকারিক অমল কুমার রায়বর্মন,সুমর্ত ঘোষ সহ বিশিষ্ট জনেরা।
সারা দেশের এক লক্ষ গ্রাম এর সঙ্গে বাংলার ৪৬৭০ টি গ্রামের মধ্যে বীরভূম জেলার ১২ টি ব্লকের ৫২০ টি গ্রামে বৃষ্টির জলের সংরক্ষণ নিয়ে জনমানসে বিগত দুই মাস ধরে সচেতনা করা হয়েছে। নাবার্ডের নিযুক্ত ৪০ জন জলদূত ও তাঁদের সহায়করা ওই কাজের সঙ্গে গ্রাম গুলিতে জল সঞ্চয়ের উৎস পুকুর, পুষ্করিণী,নালা,খাল প্রভৃতি আছে তার সমীক্ষা করেছেন। তাতে কোন কোন পুকুরকে আরো খনন করতে হবে যাতে বৃষ্টির জল সংরক্ষণ করা যায়, নালা বা খালকে পরিষ্কার করতে যাতে বৃষ্টির বয়ে যাওয়া জলের সংরক্ষণ করা যায়। এই বিষয়ে ওই সমস্ত গ্রাম গুলির জলের উৎসের মানচিত্র তৈরী করা হয়েছে। সেই উৎসগুলি আগামি দিনে সংস্কার করা হবে। যাতে সেই জল ধরে চাষিরা চাষ করতে পারবেন বা সাধারন মানুষ ব্যবহার করবেন এর সঙ্গে বৃষ্টির জল ভুগর্ভে ঢুকে ভূগর্ভস্থ জলের স্তর বাড়বে। নাবার্ড এর আধিকারিক অমল কুমার রায়বর্মন, গ্রাম গুলিতে নিরীক্ষা করে মানুষ কে সচেতন করা হয়েছে। পরবর্তি সময়ে মানুষের স্বেচ্ছা শ্রমের সঙ্গে সঙ্গে সরকারী উদোগেও প্রাকৃতিক জলের উৎস গুলিকে সংস্কার করে বৃষ্টির জল ধরা হবে। যাতে আমাদের দেশকে মরুভূমি হতে বাঁচানো যায়। সভাধিপতি বিকাশ রায়চৌধুরী বলেন, ভূগর্ভস্থ জল উত্তোলনের ফলে হু হু করে নামছে জলের স্তর। এর ফলে জলের দূষণের মাত্রাও বাড়ছে বিপদ জনক ভাবে। এই বৃষ্টির জল সংরক্ষণ প্রকল্প আমাদেরকে ভবিষ্যতে বাঁচাবে।
তথ্যঃ কৌশিক সালুই
ছবি : প্রহ্লাদ সাহা
[uam_ad id=”3726″]

Comments