Home » কবিতা ও ছড়া » জলাতঙ্ক

জলাতঙ্ক

“আন্তর্জাতিক জলাতঙ্ক দিবসে” সকলকেই অনুরোধ করি ,আসুন আমরা সবাই সচেতন হয় এই রোগের সম্পর্কে।”

নিজস্ব লেখা – কাবু মন্ডল

নামেই বুঝতে পারি,পাই জল দেখলেই ভয়,
কুকুরে, বাঁদরে, শিয়ালে কামড়ালে এই রোগ হয়।

সাবধানে করবেন ,রাস্তায় চলা ফেরা
যেসব পাগল কুকুরের মুখে লালা ঝরে অতিরিক্ত,
মনে রাখবেন রেবিসের জীবাণুর বাহক তারা।

পশুদের হাত দিয়ে খাবার খাওয়ান,
নখের, দাঁতের আঁচড় থেকে থাকুন সাবধান।

যতই হোক পোষা কুকুর, কিংবা বিড়াল,
জ্বলাতঙ্কের প্রতিষেধক সময় মতো দিতে ,রাখুন খেয়াল।

দূর্ভাগ্যবশত যদি হোন এই সব পশুর কামড়ের শিকার,
সময় নষ্ট না করে, নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করা দরকার।

অবহেলা কখনই করবেন না ছোট ঘটনা ভেবে,
জলাতঙ্ক প্রাণঘাতী রোগ, অকালে সাধের প্রাণ কেড়ে নেবে।

Comments