Home » Wall of Help » জয়চন্দ্রপুরে আনন্দ জয় -“ওয়াল অফ হেল্প ” এর বিতরণ শিবির

জয়চন্দ্রপুরে আনন্দ জয় -“ওয়াল অফ হেল্প ” এর বিতরণ শিবির

বীরভূম লাল মাটির দেশের wall of help কর্মসূচিতে আজ এক নতুন অধ্যায় সংযোজন হলো।সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ তাঁদের যে ভালোবাসার দান আমাদের হাতে তুলে দিয়েছিলেন, তা নিয়ে আজ আমরা পৌঁছে গেছিলাম বীরভূমের লাভপুর ব্লকের ঠিবা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জয়চন্দ্রপুর গ্রামে। এর আগে এরকম শিবির আমরা আগুইবান্ধি, কোরাপাড়া বা নরসিংহ পুরেও করেছি। কিন্তু এবারের অভিজ্ঞতা ছিলো একটু ভিন্ন।

সড়কপথে সিউড়ি থেকে কীর্নাহার হয়ে ধ্রূববাটি গ্রাম।তারপর শুরু এক রোমাঞ্চকর যাত্রার।চারিপাশে কুয়ে নদীর বিপুল জলরাশি। তারই বুক চিরে কখনো নৌকোর দাঁড় টেনে, আবার কখনো একবুক জলে নেমে নৌকো ঠেলে এগিয়ে চলা।কিন্তু কয়েক ঘন্টার এই জলযাত্রা আমাদের দৈনন্দিনের গতানুগতিকতা কাটিয়ে একটু রোমাঞ্চের স্বাদ দিলেও যে মানুষ গুলিকে প্রতিদিন এই অভিজ্ঞতার শিকার হতে হয়, তাদের কাছে এ নরক যন্ত্রণার নামান্তর।আর আজ আমাদের কর্মসূচি ছিল সেই মানুষ গুলির পাশে দাঁড়ানোর, তাঁদের জীবন যন্ত্রণার শরিক হয়ে , সেই যন্ত্রনা কিছুটা লাঘব করে তাঁদের মুখে হাসি ফোটানোর।

আজ wall of help এর সংগৃহিত জামা, কাপড়, চাল, আলু, চিড়ে- এই সমস্ত জিনিস তুলে দেয়া হলো প্রতিটি পরিবারের হাতে।আয়োজন করা হয়েছিলো মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণের যেটা সফল হয়েছে ডাক্তাদের , নার্সদের এবং অন্যান্য সহকর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলে । বন্যা পরবর্তী রোগ সংক্রমন রোধের উদ্যেশ্যে ব্লিচিং পাউডার ও ছড়ানো হয়েছে গ্রাম জুড়ে । তাছাড়াও সচেতনতা বাড়ানোর উদ্যেশ্যে বিশেষজ্ঞ দ্বারা হাতে কলমে দেখানো হয় জলে ডুবে যাওয়ার ক্ষেত্রে বা সাপে কাটার ক্ষেত্রে করণীয় কর্তব্য সমূহ। হয়তো এই সামান্য জিনিস পত্র বিপন্ন মানুষ গুলোর জীবন যন্ত্রনার স্থায়ী উপশম করতে পারবে না, কিন্তু তাঁদের জীবন সংগ্রামে যদি সামান্যতমও বাড়তি অক্সিজেন জোগাতে পারে, তবে সেটুকুই আমাদের প্রাপ্তি।

তবে এই কর্মসূচির সফল রূপায়ণ সম্ভব হতো না, যদি সমাজের সর্বস্তরের মানুষ, বীরভূম জেলা প্রশাসন এবং লাভপুর ব্লক প্রশাসন সর্বতোভাবে সহযোগিতা না করতেন। কিন্তু ধন্যবাদের ঠুনকো লৌকিকতা না করে, আজ আমাদের সামান্য প্রাপ্তি টুকুই এঁদের সবার সাথে ভাগ করে নিলাম।

বিস্তারিত জানুন ওয়াল অফ হেল্প  সম্পর্কে 

click here to give us your feedback

জয়চন্দ্রপুরে  “ওয়াল অফ হেল্পএর ডিস্ট্রিবিউশন  ক্যাম্পের কর্মসূচি

ক্যাম্পের তারিখ: ০৬-০৮-২০১৭ রবিবার সকাল ৮.৩০ মিনিট

১ . ১০২  টা পরিবারকে  (৪০৮ জন মানুষকে )  ওয়াল অফ হেল্প থেকে  সংগৃহীত বস্ত্র ও অনান্য জিনিসপত্র প্রদান |

২. গ্রামবাসীদের জন্য মেডিক্যাল  ক্যাম্প  ও বিনামূল্যে ওষুধ বিতরণ |

৩. নুতন মশারি প্রদান |

৩. পরিবার ভিত্তিক শুকনো খাবার প্রদান (চাল, আলু, চিড়ে, লবনের প্যকেট, অনান্য)

৪. বিলিচিং পাওডার ও চুন দিয়ে এলাকাকে পরিচ্ছন্ন করা|

৫. বিপর্যয় মোকাবিলার জন্য সচেতনতামূলক বার্তা |

৬. পাশে থাকার অঙ্গীকার হিসাবে “রাখি বন্ধন ”

বিস্তারিত জানুন ওয়াল অফ হেল্প  সম্পর্কে 

click here to give us your feedback

click here to give us your feedback

click here to give us your feedback

click here to give us your feedback

 

বিস্তারিত জানুন ওয়াল অফ হেল্প  সম্পর্কে 

 

Comments