Home » কবিতা ও ছড়া » আক্ষেপ

আক্ষেপ

সুখ চাদরে ঢাকল আকাশ ,
ব্যাকুল হাওয়া আসছে ধেয়ে,
দিন শেষে ঐ লালচে আলোয় ,
পথ হারালাম তোমায় চেয়ে..

বন -বাঁদারে সন্ধ্যা নামে,
চাঁদের হাসি দিচ্ছে আলো,
কাজলা মেয়ে দীঘির জলে,
হরিণ চোখ তখনও কালো…

আঁধার ফেরে সুয্যি ওঠে,
নতুন আলো নতুন ধারা,
হায়রে বাংলা ,সংস্কৃতি,
এখন যে সব ছন্নছাড়া…

 

– প্রশান্ত রায়

Comments