Home » গ্রীন বীরভূম » করমশাল প্রাথমিক বিদ্যালয়ে “গ্রীন বীরভূম ” কর্মসূচি

করমশাল প্রাথমিক বিদ্যালয়ে “গ্রীন বীরভূম ” কর্মসূচি

অরণ্যই জীবনের আদি সুতিকাগৃহ।আর শিশুরা আমাদের আগামীর কান্ডারী।এই আদি ও আগামীর সুচারু মেলবন্ধন সম্ভব হলো “গ্রীন বীরভূম ” কর্মসূচির মাধ্যমে।
আজ বীরভূম লাল মাটির দেশের তরফ থেকে আমরা পৌঁছে গেছিলাম করমশাল প্রাথমিক বিদ্যালয়ে।কচি কাঁচা দের সাথে হাতে হাত মিলিয়ে রোপন করলাম ত্রিশ টি চারা গাছ।চেষ্টা করলাম , এই পৃথিবীকে শিশুর বাসযোগ্য করার লক্ষ্যে এক পা এগোনোর।

ka

Comments