Home » কবিতা ও ছড়া » বিজয় দিবসে -শহীদ স্মরণে

বিজয় দিবসে -শহীদ স্মরণে

*** বিজয় দিবসে -শহীদ স্মরণে***
কাবু মণ্ডল।
26/07/2016

“বিজয় দিবসে “সকল প্রকার সেনা ও পুলিশের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানাই।kargil

তোমরা দাও তাজা রক্ত, আমরা দিই ঘুষ
তোমরা দাও আত্মবলিদান,
প্রেম না পেয়ে ,আমরা করি উশখুশ।

তোমরা আসো তিরঙ্গায় মুড়ে, কফিনে করে বাড়ি,
আমরা তখন সাগর, পাহাড়ে, স্পেশাল প্যাকেজে দিই হানিমুনে পাড়ি।

খোলা মাঠে রাত কাটে তোমাদের,
পাশ বালিশ তাজা কার্তুজের থলে,
আমাদের আছে তুলোর গদি,
ঘুমায় বউয়ের কোলে।

তোমরা দেখো না হিন্দু, মুসলিম,
খাও একই হাঁড়ির খাবার,
আমাদের আছে আল্লাহ, রাম
স্বর্গের সিঁড়ি যাবার।

তোমরা পরো জংলি পোশাক,
প্রকৃতিতে মিশবে বলে,
আমাদের আছে ডিজাইনার সাজ,
পরবো উৎসব, বিয়ে এলে ।

তোমরা যখন খালি করছো ম্যাগাজিন,
দেশের মাটি রক্ষায়,
আমরা মাতি সলমান, শাহরুখে,
ফাস্ট ডে, ফাস্ট শো টিকিট চায়।

তোমরা করো দেশ সেবা ,আর আমরা করি ডিউটি,
তোমরা মুখে কালি মাখো,
আমরা স্নো পাওডার মেকআপে,
বাড়ায় বিউটি।

তোমরা আছো তাইতো এখনও ,
রাতে নিশ্চিন্তে ঘুমায়,
ভারত মাতার সকল বীর শহীদ ,
তোমাদের শত কোটি প্রনাম জানাই।

Comments