Home » জেলার খবর » খয়রাশোল-বাবুইজোড় রাস্তার সেতু এখনো অবহেলায়

খয়রাশোল-বাবুইজোড় রাস্তার সেতু এখনো অবহেলায়

খয়রাশোল,বীরভূম:-এই সেই খয়রাশোল বাবুইজোড় যাওয়ার রাস্তার উপর অবস্থিত সেতু যা বর্তমানে মরন ফাঁদে পরিনত হয়েছে।মাস কয়েক আগে এই সেতুর উপরই দূর্ঘটনা হয় একটি যাত্রীবাহী বাসের আর তখনই ক্ষতিগ্রস্থ হয় সেতুটি।আস্তে আস্তে দূর্ঘটনায় আহত মানুষগুলি সুস্থ হয়ে উঠলেও সেতুটির কপালে জুটেছে বাঁশ আর কাঁটা গাছ। কিন্তু কেন এই আবলেহা কেন কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি? করা হয়নি মেরামতির কাজ। নাকি আরো কোন বড় ঘটনার পরেই কি চোখ খুলবে প্রশাসনের।
ভিডিও ও তথ্যঃ বাপ্পাদিত্য পাল

-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]

Comments