Home » জেলার খবর » চাকরি দেওয়া হয়নি, বিচার চেয়ে অনশনে

চাকরি দেওয়া হয়নি, বিচার চেয়ে অনশনে

খয়রাশোল,বীরভূম:-তাঁকে দেওয়া হয়নি চাকরির নিয়োগপত্র, ভুয়ো কাগজপত্র জমা দেওয়া ব্যাক্তিদের দেওয়া হয়েছে সেই চাকরি।এই অভিযোগ তুলে এবং তার সুবিচার চেয়ে খয়রাশোল কলেজে অনশনে বসেছেন জগন্নাথ মুখার্জ্জী।
তাঁর অভিযোগ তিনি গত ১৪/১০/১৯৯৫ সাল থেকে এই কলেজে কাজ করছেন তখন কলেজ সরকারি ভাবে অনুমোদন পায়নি। ১৯৯৮ সালে কলেজ সরকারি অনুমোদন পেলে ২৫/০৮/১৯৯৮ তারিখ কলেজ পরিচালন কমিটি তাকে হিসাবরক্ষক পদে নিয়োগ করেছিল। কিন্তু সেটিতেও সরকারি অনুমোদন ছিল না। তিনি বারবার পরিচালন কমিটি জানালে তাঁরা তাঁকে বলেন যে একটি হিসাবরক্ষক পদ আছে সেটির জন্য পরীক্ষা নেওয়া হবে, সেখানে তাঁকে বসতে হবে। তারপর তিনি সহ ১৭ জন পরিক্ষায় বসেন কিন্তু যে প্যানেল গঠিত হয় সেখানে তাঁকে ইচ্ছাকৃতভাবে চার নং স্থানে রাখা হয় বলে তাঁর অভিযোগ। তাঁর এও অভিযোগ বাকি উপরের তিনজন ভুয়ো কাগজ জমা দিলেও তা ভেরিফিকেশন করা হয়নি।সেই সময় তাঁর দাবিকে গুরুত্ব দেওয়া হয়নি।তিনি পরিচালন কমিটির কাছে অনশনের মাধ্যমে এই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ওই ভুয়ো প্যানেল বাতিল করে তাঁকে যেন ওই পদে নিয়োগ করা হয়। ইতিমধ্যেই এই বিষয়ে হাইকোর্টেরও দ্বারস্থ।
এরপর কলেজ পরিচালনা কমিটি বিষয়টিকে গুরুত্ব দিয়ে সঙ্গে সঙ্গেই একটি কমিটি গঠন করেন তদন্তের তাগিদে। তারপর জগন্নাথ বাবু বৈকাল ৪:৩০ টা নাগাদ অনশন তুলে নেন।
ভিডিও ও তথ্যঃ বাপ্পাদিত্য পাল
[uam_ad id=”3726″]

Comments