Home » জেলার খবর » ছাত্রী মৃত্যুতে শোকসভা খয়রাশোল কলেজ

ছাত্রী মৃত্যুতে শোকসভা খয়রাশোল কলেজ

খয়রাশোল,বীরভূম:-গত দুদিন আগে বীরভূমের খয়রাশোল শৈলজানন্দ ফাল্গুনী স্মৃতি মহাবিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী প্রীতি মণ্ডলের হঠাৎ দুর্ঘটনায় মৃত্যুর ঘটনার শোকের ছায়া নামে কলেজ জুড়ে। আর আজ সেই কলেজ ছাত্রী প্রীতি মন্ডলের আত্মার শান্তি কামনায় এক শোকসভা আয়োজন করা হল।এই শোকসভায় উপস্থিত ছিলেন সমস্ত শিক্ষক শিক্ষিকা,ছাত্র ছাত্রী,ছাত্র-সংসদের সমস্ত সদস্য এবং বিশিষ্ট সমাজ সেবক সীমন্ত মুখার্জ্জী মহাশয়।
ছবি ও তথ্য বাপ্পাদিত্য পাল

-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]

Comments