Home » অন্যান্য » এমন গরমেও ঘন কুয়াশার চাদরে শহর দুবরাজপুর

এমন গরমেও ঘন কুয়াশার চাদরে শহর দুবরাজপুর


দুবরাজপুর : ঋতু বৈচিত্র আর সেই রকম দেখা যায় না বললেই চলে। এখন ঋতু বলতে গরমটাই বেশি অনুভব করা যায়। বেশ কিছুদিন থেকে কালবৈশাখীর তান্ডব জেলার বিভিন্ন জায়গায় ঘটার মাঝেই একটু স্বস্তি দিলেও সূর্য্যের তাপমাত্রা মাথার ওপর যখন বিরাজমান , মানুষের অবস্থা যখন নাজেহাল, তখন সময়টা গ্রীষ্মকাল বলেই ধরা হয় । কিন্তু তারই মাঝে আবহাওয়ার একটু খামখেয়ালিপনা। আমরা সাধারণত শীতকালেই কুয়াশা দেখতে পাই। শীতকাল এখন ধরা ছোঁয়ার বাইরে হলেও আজ সকালে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়েছিল শহর দুবরাজপুর। ভোরবেলা থেকেই শহরে কুয়াশার চাদর এমনভাবে ঢেকে গিয়েছে কোনও জিনিস পরিষ্কার ভাবে দেখা যাচ্ছিল না। রাস্তায় গাড়ি চলছিল ধীর গতিতে। রেলওয়ে স্টেশনও ছিল কুয়াশার চাদরে ঢাকা।
ছবি ও তথ্যঃ নয়ন দাঁ

Comments