Home » জেলার খবর » দেড় বছরের শিশু কন্যাকে অবৈধভাবে দত্তক দেওয়ার অভিযোগ

দেড় বছরের শিশু কন্যাকে অবৈধভাবে দত্তক দেওয়ার অভিযোগ

বীরভূম ৭ জুলাইঃ- দেড় বছরের শিশু কন্যাকে অবৈধভাবে দত্তক দেওয়ার অভিযোগ উঠলো তার মায়ের বিরুদ্ধে। যদিও শিশু কন্যাটিকে উদ্ধারের পর তার মায়ের কাছে ফের ফিরিয়ে দিয়েছে প্রশাসন। ঘটনাটি ঘটেছে বীরভূমের মহম্মদ বাজারে। পুলিশ ও প্রশাসন সুত্রে জানা গিয়েছে মহম্মদ বাজারের লোহা বাজারের মামনি বায়েন এর শিশু কন্যাকে মুর্শিদাবাদের বহরমপুরের এক দম্পত্তির কাছে উদ্ধার করেছে। মামনি বর্তমানে কোলকাতায় বসবাস করে। এক সপ্তাহ আগে মহম্মদ বাজারে আসে এবং শিশু কন্যাটিকে কলেশ্বর এর বাসিন্দা মিঠুন মণ্ডল নামে এক ব্যাক্তির মাধ্যমে হস্তান্তর করে বলে গ্রাম বাসীদের অভিযোগ। এই হস্তান্তর এর বিষয়টি জানাজানি হওয়ার পর মহম্মদ বাজার থানায় জানায় এলাকাবাসীরা। লিখিত কোন অভিযোগ না থাকলেও পুলিশ চাইল্ড লাইনের সাহায্য নিয়ে শুক্রবার শিশু কন্যাটিকে উদ্ধার করে। মা মামনিকে কাউন্সিলিং করে তার হাতে ফের শিশু কন্যাটিকে তুলে দেয়। মামনি তাঁদের জানায় কিছু দিন হল স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। ৪ বছর বয়সী আরো একটি মেয়ে আছে দুটি মেয়েকে প্রতি পালন করা তার পক্ষে সম্ভব নয় ফলে তিনি বাধ্য হয়েই ছোট মেয়েটিকে দত্তক দিয়ে ছিলাম। পুলিশের প্রাথমিক অনুমান গোটা তিনেক দালালের হাত ঘুরে ওই শিশু কন্যাটি বহরমপুরে নিঃ সন্তান দম্পত্তি র কাছে দিয়ে ছিল সেটা মোটা টাকা আর্থিক লেন দেনের বিনিময়ে। এর সঙ্গে পুলিশের অনুমান ওই মহিলাটি যৌন কর্মী, তার পেশাতে ছোট মেয়েটি বাঁধা হয়ে দাঁড়াচ্ছিল, তাই তাকে নিজের কাছ থেকে সরিয়ে দিয়েছিল। জেলা শিশু কল্যাণ সমিতির চেয়ারম্যান ও চাইল্ড লাইনের পক্ষ থেকে সুশ্মিতা চক্রবর্তীরা জানান, ওই মহিলা আমাদের কাছে জানায় স্বামী পরিতক্তা হওয়ায় দুটি মেয়ের দায়িত্ব ভার তার পক্ষে সামলানো কঠিন ছিল তাই সে মেয়েকে দিয়ে দিয়েছিল। যদিও সে পেশাগত অসুবিধার জন্য দালালের মাধ্যমে মেয়েকে দত্তক দিয়েছিল। মায়ের কাউন্সেলিং করে তার কোলেই শিশু কন্যাকে ফিরিয়ে দেওয়া হয়েছে।
তথ্যঃ কৌশিক সালুই

[uam_ad id=”3726″]

Comments