Home » জেলার খবর » খয়রাসোল বিদ্যুৎ বন্টন কেন্দ্রে ভাঙচুর

খয়রাসোল বিদ্যুৎ বন্টন কেন্দ্রে ভাঙচুর

 

বীরভূম ২৬ জুনঃ- রমজান মাস ও ইদ উৎসবের সময় বিদ্যুৎ পরিষেবা বেহালের অভিযোগ তুলে বিদ্যুৎ বন্টন কেন্দ্রে ভাঙচুর ও মারধোর করা হল কর্মীদের। ঘটনাটি ঘটেছে রবিবার রাত্রে বীরভূমের খয়রাসোল বিদ্যুৎ বন্টন কেন্দ্রে। দুই জন কর্মী মারধোরের ঘটনায় জখম হয়েছেন। কয়েক জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বিদ্যুৎ বন্টন নিগমের পক্ষ থেকে
স্থানীয় সুত্রে জানা গিয়েছে খয়রাসোল বিদ্যুৎ বন্টন কেন্দ্রে রবিবার রাত্রে নওপাড়া এলাকাবাসীরা গিয়ে ভাঙচুর চালায় পাশাপাশি ঠিকাদার সাধন ঘোষ ও তার কর্মীকে উত্তম রায়কে ব্যাপক মারধোর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাঁদের স্থানীয় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করানো হয়। ঘটনায় ৯ জন গ্রাম বাসীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকাবাসীদের অভিযোগ রমজান মাসে ও ইদের আগে নিয়মিয় এলাকায় বিদ্যুৎ বিভ্রাট। সেই সমস্যা সমাধানের জন্য বিদ্যুৎ বন্টন কেন্দ্রের ফোনে ফোন করা হলেও সেটি বিকল থাকায় কোন ভাবেই যোগাযোগ হচ্ছিল না বন্টন কেন্দ্রের কর্মীদের সঙ্গে। এলাকা বাসিদের আরো অভিযোগ ইচ্ছাকৃত ভাবে ফোন কে অচল করে রেখে দেওয়া হচ্ছিল, যাতে বিদ্যুতে কোথাও কোন ধরনের সমস্যা হলে সেটা মেরামতি করতে যেতে না হয়। এই সমস্যা দীর্ঘ দিন ধরেই চলে আসছে। এলাকাবাসীদের দাবি বিদ্যুৎ দফতরের কর্মীদের পরিষেবার মান তলানিতে এসে ঠেকায় ধোর্জের বাঁধ ভেঙ্গেছে তাই এই ভাংচুরের ঘটনা ঘটেছে। ঠিক মতো পরিষেবা পাওয়া গেলে কোন কিছুই হতো না। বিদ্যুৎ বন্টন নিগমের ডিভিসনাল ইঞ্জিনিয়ার স্নেহাশিস সিংহ বলেন, আমাদের স্বল্প কর্মী নিয়ে পরিষেবা যথা সাধ্য দেওয়া হয়। এলাকা বিশাল হওয়াই কিছু ক্ষেত্রে সমস্যা হলেও সেটা সমাধান হয়ে যায়। তবে আমাদের সাব ষ্টেশনে যেভাবে ভাঙচুর করা হয়েছে ও ঠিকাদার এবং কর্মীকে মারধোর করা হয়েছে সেটা ঠিক নয়। এই ঘটনায় ৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
ছবি ও তথ্যঃ কৌশিক সালুই
[uam_ad id=”3726″]

Comments