Home » জেলার খবর » কড়িধ্যা গ্রামে নতুন মন্দির প্ৰতিষ্ঠা

কড়িধ্যা গ্রামে নতুন মন্দির প্ৰতিষ্ঠা

সুধী ,
চৈতন্য চিন্তনে হিন্দু সমাজের সুস্হ পরিচ্ছন্ন সত্য উপাসনার জন্য ” উদীচী সংঘ ” কড়িধ্যা গ্রামে নির্মান করেছে একটি সুরম্য মন্দির । নয় টি চূড়া সমন্বিত সুশোভিত মন্দির , যা বৈষ্ণব ধর্মের ” নববিধা ” ভক্তির স্মারক চিহ্নিত করে । এই মন্দিরের মূল বেদীতে আরাধিতা ও প্রতিষ্ঠিতা ‘ শ্রী শ্রী কালিকা দেবী ‘। মা এখানে বৈষ্ণবী তন্ত্রমতে সকলের আরাধ্যা । সেই সঙ্গে ‘বৈষ্ণবনাং শম্ভু ‘ শ্রী শ্রী দেবাদিদেব মহাদেব ‘ এই মন্দিরে নিত্য আরাধিত ও প্রতিষ্ঠা লাভ করবেন । শুভ দিনে শুভ তিথিতে নব নির্মিত মন্দিরের দ্বারোদঘাটন অনুষ্ঠান , শ্রীনাম সংকীর্তন , পাঠ প্রসঙ্গ ও প্রবচনের মাধ্যমে অগণিত ভক্তবৃন্দের সহযোগিতায় অনুষ্ঠিত হবে ।
আসুন এহেন মহতী যজ্ঞে উপস্হিত থেকে সকলে মিলে আহুতি দিই , প্রণাম জানাই অন্তরের অন্তর্যামীকে । পুণ্যলঙ্গে অনুষ্ঠিত এই মহাযজ্ঞে আপনাকেও সামিল হবার আহ্বান জানাই ।।
অনুষ্ঠানসূচি
২ রা এপ্রিল, ২০১৭ (১৯ শে চৈএ,১৪২৩) রবিবার
সকাল ১০ টায়——মন্দিরের দ্বারোদঘাটন , বিগ্রহ উন্মোচন ও প্রদীপ প্রজ্জ্বলন———ডঃ সচ্চিদানন্দ ব্রহ্মচারী
সকাল ১১ টায়——–শ্রী শ্রী দেবাদিদেব মহাদেবের শুভ গন্ধাধিবাস আদি পূজার্চনা ।
সন্ধ্যা ৬ টায় ——–শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ—–নন্দদুলাল চৌধুরী ও সম্প্রদায় ।
রাএি ৮ টায় ——-মৃদঙ্গ লহড়া ——–জি বাংলা খ্যাত শ্রীখোল নদিয়া চাঁদ বৈরাগ্য ।
**********************************************************************
৩ রা এপ্রিল , ২০১৭ ( ২০ শে চৈত্র , ১৪২৩) সোমবার
ভোর ৪.৩০ টায়—–সানাই ও নহবৎ বাদ্য সহযোগে অনুষ্ঠানের মঙ্গলময় সূচনা ।——নিতাই দাস ও সম্প্রদায় (কাটোয়া)
সকাল ৬ টায়———–বর্ণাঢ়্য শোভাযাত্রায় নাম সংকীর্তন ও বাদ্যযন্ত্র সহযোগে পূর্ণকলস সহ ঘট আনয়ন ।
সকাল ৯ টায়———-হোম-যজ্ঞ সহযোগে মন্দির ও বিগ্রহ প্রতিষ্ঠা কার্যের শুভ সূচনা ।
সন্ধ্যা ৭ টায়——- লীলাকীর্তন–“নিধুবনে কৃষ্ণ-কালী”—–কীর্তনীয়া বাপ্পাদিত্য মুখার্জ্জী ও সম্প্রদায় ।
************************************************************************
৪ঠা এপ্রিল , ২০১৭( ২১শে চৈএ. ১৪২৩) মঙ্গলবার
সকাল ৮ টায় —-শ্রী শ্রী চণ্ডিপাঠ——স্বপন কুমার মজুমদার
সন্ধ্যা ৬ টায়——–ভক্তিগীতি—–জন্মেজয় চৌধুরী ও সম্প্রদায়
**************************************************************************
আপনাদের উপস্হিতি,সহযোগিতা ও সহানুভূতি একান্তভাবে কামণা করি ।
যে কোনোরকম সাহায্য বা দান শ্রদ্ধার সহিত গ্রহন করা হইবে । এই ব্যাপারে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন ।

 

পাঠিয়েছেন : উদীচী ক্লাবের সদস্যবৃন্দ

Comments