Home » জেলার খবর » কুরুরগড়িয়ায় মা দুর্গার প্রস্তর মূর্তি প্রতিষ্ঠা

কুরুরগড়িয়ায় মা দুর্গার প্রস্তর মূর্তি প্রতিষ্ঠা

ঐতিহ্যবাহী মা দুর্গার প্রাণপ্রতিষ্ঠার মাধ্যমে কুরুরগড়িয়ায় প্রায় ১২০০ বছরের পূজার শুভসূচনা হল আজ। অতীত স্মৃতি রোমন্থন এবং নবচিন্তনের মাধ্যমে মা দুর্গার প্রস্তর মূর্তি উন্মোচিত হল। মুখার্জ্জী পরিবারের অন্যতম সদস্য গুরুদাস মুখার্জ্জীর সাহায্য এবং সহযোগিতায় মা দুর্গার অবয়ব প্রস্তরখণ্ডের অপূর্ব কারুকার্যতায় চিন্ময়ী রূপে প্রাণ প্রতিষ্ঠিত হল। ষষ্ঠী পূজার আগেই মায়ের এই নবঅভিষেকে সম্মিলিত হল মুখার্জ্জী পরিবারের আপামর সদস্যবৃণ্দ। ১৬ জন পুরোহিতের মন্ত্র উচ্চারণের মাধ্যমে মণ্ডপের পরিবেশ যেন অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তিকে কাতর আহ্বান জানালো। সম্মিলিত হল নবীন এবং প্রবীণেরর দল
বিশিষ্ট অতিথি হিসাবে উপস্হিত ছিলেন পাঁরুই থানার ও.সি দেবব্রত সিনহা। এছাড়াও নানা গণ্যমান্য ব্যক্তিদের উপস্হিতি লক্ষ্য করা যায়। এক কথায় আজ প্রতিমার প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষ্যে চাঁদের হাট বসেছিল কুরুরগড়িয়া পূজা প্রাঙ্গণে। পূজা উপলক্ষ্যে প্রায় ছয় শতাধিক মানুষজন প্রসাদ গ্রহন করেছে।
ভিডিও ও তথ্যঃ স্মিতা মুখার্জী ( ঝিলিক )
[uam_ad id=”3726″]

Comments