Home » Wall of Help » নিজেই পরিস্থিতি দেখুন ও সাহয্যের হাত বাড়িয়ে দিন

নিজেই পরিস্থিতি দেখুন ও সাহয্যের হাত বাড়িয়ে দিন

বীরভূমের বন্যার বর্তমান পরিস্থিতি দেখতে আজ বীরভূম- লাল মাটির দেশের সদস্যরা পৌছে গেছিলাম বীরভূমে জয়চন্দ্রপুর গ্রামে | বর্তমানে গ্রামটিতে পৌছানোর একমাত্র উপায় জলপথ, কির্নাহার থেকে ৫ কিমি ধ্রূববাটি গ্রাম, সেখান থেকে নৌকায় ৪ কিলোমিটার যাওয়ার পর পৌছানো গেল জয়চন্দ্রপুর | গ্রামটির চারিদিক এখনো ভয়াভয় রকমের জলমগ্ন,মাঠ ঘাট রাস্তা সবই ডুবে গেছে প্রায় ২ মানুষ গভীরে | ওই গ্রামের ৫০০ ও বেশি মানুষের দৈনন্দিন জীবনের কাজ কর্ম, খাবার সংগ্রহ ,চিকিৎসা , ছোটদের পড়াশোনা, স্কুল যাওয়ার একটাই উপায় নৌকা অথবা ছোট ডিঙি |

এই বিপদের মুহূর্তে এই সব বিপন্ন মানুষ গুলোর পাশে দাঁড়ানো আমাদের নাগরিক কর্তব্য এবং এই মানুষ গুলির পাশে দাঁড়ানোর সংকল্পে আমরা বদ্ধপরিকর। আগামী ৬ আগস্ট ২০১৭ “বীরভূম-লাল মাটির দেশ” এর পক্ষ থেকে ত্রান নিয়ে আমরা পৌঁছে যাব জয়চন্দ্রপুর গ্রামে । আপামর মানুষের সক্রিয় যোগদান ছাড়া এই সংকল্প বাস্তবায়িত হবে না। তাই আপনাদের কাছে আমাদের আবেদন আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিন।

 

পাশে থাকতে যোগাযোগ – 9735803030/9832282929/7585032320
WhatsApp -9851099959

 

যে কোনরকম ত্রাণ সামগ্রী পাঠান আমাদের কালেকশন পয়েন্টে –
১- “তারা মা টেলিকম” , সিউড়ি জেলগেটের কাছে – 9735803030
২- “সুনন্দা লজ”,সিউড়ি মৌমাছি ক্লাবের নিকট – 9732006686
৩- সিউড়ি এক্সিস ব্যাংকের পাশে “দাস দার চায়ের দোকান” -9474950774

বাইরে থেকে সাহায্য পাঠাতে চাইলে যোগাযোগ করুন 9735803030 নাম্বারে অথবা ব্যবহার করতে পারেন PAYTM – 9735803030/ AIRTELMONEY – 9735803030

অথবা

ডোনেট করুন ” ওয়াল অফ হেল্প ” এর ১ দিনের সংগ্রহ শিবিরে
তারিখ – ৩ আগস্ট ২০১৭
“জেলা শাসকের করণ , বীরভূম “
বীরভূম জেলা প্রশাসনিক ভবন
সিউড়ি , বীরভূম
ওয়াল অফ হেল্প – 9735803030

আপনাদের ছোট বড় সবরকম সাহায্যই সকলের কাছে খুবই মূল্যবান। আপনার সামান্য সাহায্য একদিনের জন্যও হাসি ফোটাতে পারে কারোর মুখে।

Comments