Home » জেলার খবর » কড়িধ্যায় কালি মন্দিরে চুরি

কড়িধ্যায় কালি মন্দিরে চুরি

সিউড়ির নিকটস্থ কড়িধ্যা গ্রাম পঞ্চায়েতের ইউনিয়ন বোর্ডের কালি মন্দিরে গতরাতে মূর্তির গায়ে থাকা গহনা চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা।মন্দির কমিটির পক্ষ থেকে ২ লক্ষ টাকার মত গহনা চুরির কথা জানানো হয়। মূল রাস্তার ধারে অবস্থিত মন্দিরে এমন চুরির ঘটনায় সকলেই অবাক। মন্দিরটি দুমাস আগেই নতুনভাবে প্ৰতিষ্ঠা করা হয়েছিল। চুরি করার পর দুষ্কৃতীরা গহনা নিয়ে যায় কিছু দূরে নির্মীয়মান একটি বাড়িতে, সেখান থেকে চম্পট দেয় তারা। সেই স্থানে তারা বেশ কয়েকটি বোমা  ও অস্ত্র ফেলে রেখে চলে যায়। সকালে ঘটনাস্থলে পুলিশ এসে তদন্তের আশ্বাস দেন এবং দুষ্কৃতীদের রেখে যাওয়া বোমাগুলি ও অস্ত্র উদ্ধার করে নিয়ে যান।
[uam_ad id=”3726″]

Comments